মোঃ মিজানুর রহমান
ভৈরব উপজেলায় চাঞ্চল্যকর কলেজ ছাত্র মোহাম্মদ আলী হত্যা মামলায় ৩ জনকে মৃত্যুদন্ড প্রদান করা হয়েছে। মঙ্গলবার (২০ মে) কিশোরগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ফাতেমা জাহান স্বর্ণা জনাকীর্ণ আদালতে এ রায় ঘোষণা করেন।
দন্ডপ্রাপ্তরা হলেন, ভৈরব উপজেলার ভৈরবপুর গ্রামের মৃত সাফিল উদ্দিনের পুত্র মোঃ সুমন (৩৫) ও ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্চারামপুর উপজেলার দৌলতদিয়া গ্রামের মোঃ আঃ কাইয়ুম সরকারের স্ত্রী মোছাঃ সেলিনা বেগম উঃ শিউলী (৩৬), একই জেলার আশুগঞ্জ উপজেলার সোনারামপুর গ্রামের মৃত আব্দুল খালেকের কন্যা শোভা প্রকাশ মেঘনা (৩২)।
মামলার বিবরণে জানা যায়, ২০০৮ সনের জানুয়ারি মাসের ৬ তারিখ মোহাম্মদ আলীকে কে বা কাহারা ছুরিকাঘাতে হত্যা করে। পরে তার পিতা সামছুদ্দিন বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদেরকে আসামী করে ভৈরব থানায় একটি হত্যা মামলা দায়ের করে। পুলিশ তদন্ত শেষে আসামীদের বিরুদ্ধে দঃ বিঃ ৩২৬/৩০২/৩৪ ধারায় চার্জশীট প্রদান করে। সাক্ষ্য জেরা শেষে আসামীদের উপরোক্ত দন্ডাদেশ প্রদান করা হয়। তাছাড়াও উপরোক্ত আসামীদেরকে ৩২৬/৩৪ ধারায় দোষী সাব্যস্থ করে প্রত্যেককে ৭ বছরের সশ্রম কারাদ- ও প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৩ মাসের বিনাশ্রমহ করাদন্ড প্রদান করা হয়।
মামলাটি রাষ্ট্রপক্ষে ছিলেন এপিপি মোঃ মাজহারুল হক ও আসামী পক্ষে ছিলেন এ্যাড. তরিকুল ইসলাম।
Leave a Reply