1. admin@alokitoshomachar.com : sh@admin :
বুধবার, ২১ মে ২০২৫, ০৪:০৯ পূর্বাহ্ন
শিরোনাম:
কিশোরগঞ্জে চাঞ্চল্যকর কলেজ ছাত্র হত্যা মামলায় ৩ জনের মৃত্যুদন্ড কিশোরগঞ্জ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ডাক্তার স্বল্পতায় ব্যাহত হচ্ছে চিকিৎসা সেবা কিশোরগঞ্জে শোলাকিয়ায় দেশের বৃহত্তম ঈদের জামাত সকাল ৯টায়, নারীদের জন্যও ব্যবস্থা কিশোরগঞ্জের সেই গুরুস্তানকোদক মনু মিয়ার পাশে দাঁড়াতে চান কিশোরগঞ্জ ট্যুর এন্ড ট্রাভেলস এর পরিচালক,মোঃসুমন মিয়া লা লিগা চ্যাম্পিয়ন বার্সেলোনা ছেলেদের অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপ সাফ ফাইনালে বাংলাদেশ কমেছে সবজি, ডিম ও মুরগির দাম রুশ হামলা ঠেকাতে গিয়ে আরেকটি এফ-১৬ হারালো ইউক্রেন ‘অপারেশন সিঁদুর’ সামরিক খাতে বড় সিদ্ধান্ত নিলো ভারত জোনায়েদ সাকি ফ্যাসিস্টের সহযোগীরা অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি করতে চাইছে

কিশোরগঞ্জ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ডাক্তার স্বল্পতায় ব্যাহত হচ্ছে চিকিৎসা সেবা

  • প্রকাশিত: মঙ্গলবার, ২০ মে, ২০২৫
  • ৫৮ বার শেয়ার করা হয়েছে।

মোঃ মিজানুর রহমান

কিশোরগঞ্জ সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজ এন্ড হাসপাতালে ডাক্তার স্বল্পতার কারণে ব্যাহত হচ্ছে চিকিৎসা সেবা।

কিশোরগঞ্জের ১৩ টি উপজেলার চিকিৎসা সেবার প্রাণকেন্দ্র সরকারি সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল। 

জানা যায়, এটি ২০১১ সালে ৫০০ শয্যা বিশিষ্ট রোগীর সেবার লক্ষ্যে স্থাপিত হয়। চিকিৎসা সেবা শুরু করা হয় ২০১৮ সাল থেকে, বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলার মধ্য দিয়ে প্রতিষ্ঠানটি অদ্যাবধি চিকিৎসা সেবায় নিয়োজিত আছেন।

 বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত বিগত ১৫/০১/২০২৫ ভুল ইনজেকশন পুশ করায় দুজন রোগী মারা যায়।

 হাসপাতাল সূত্রে জানা যায়, যে ইনজেকশনটি পুশ করা হয়েছিল সেটি ছিল এনাসথিয়া অজ্ঞান করার ইনজেকশন, যা থাকার কথা ছিল ওটিতে কিন্তু ঐ ইনজেকশন ওয়ার্ডে থাকায় দুই হানিয়া অপারেশনের রোগীকে সিনিয়র নার্স নাদিরা বেগমের ভুল করে পুশ করায়, তিন মিনিটের মধ্যেই দুজন রোগীই মৃত্যু কোলে ঢলে পড়ে। 

এ ঘটনা প্রত্যক্ষদর্শী নার্স নাদিরাসহ হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক হেলিশ রঞ্জন সরকার ভুল ইনজেকশন পুশ করার কথা স্বীকার করেন। পরে তদন্ত সাপেক্ষে সিনিয়র নার্স নাদিরাকে চাকরি হতে প্রত্যাহার করা হয়। 

২৬ দিনের মাথায় আবারও ১০/০২/২০২৫ তারিখে বিনয় সেন (৬৫)কিশোরগঞ্জ শহরের সতাল এলাকার মৃত নয়ন সেনের ছেলের মৃত্যুর অভিযোগ উঠে,ঘটনার সততা যাচাই না করেই রোগীর আত্মীয়স্বজন ও বিক্ষিপ্ত জনতা হাসপাতাল ভাংচুর শুরু করে, বিষয়টি জানাজানির পর, পুলিশ, সেনাবাহিনী, হাসপাতালে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। 

এ বিষয়ে হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক হেলিশ রঞ্জন সরকার রোগী মৃত্যুর ভুল ইনজেকশন পুশ অভিযোগ অস্বীকার করে বলেন, বিনয় সেন মৃত্যুটি স্বাভাবিক বলে মনে হচ্ছে। তাছাড়া ৫ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটির রিপোর্টে ভুল চিকিৎসার কোন প্রমাণ পাওয়া যায়নি। 

লক্ষ্য করা গেছে প্রতিনিয়তই দূর দুরন্ত থেকে উন্নত চিকিৎসার জন্য শত শত রোগী শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হচ্ছেন এবং সিংহভাগ রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরছেন। 

হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক গণমাধ্যম কর্মীদেরকে জানান ৫০০ শয্যা বিশিষ্ট রোগীর চিকিৎসার জন্য ২০০ ডাক্তার এর প্রয়োজন, কিন্তু আমাদের আছে মাত্র ৮৫ জন ডাক্তার,তিনি আরও জানান, জনবল কাঠামোর সংকটের ঘাটতি পূরণ হলে আমরা আরো ভালো মানের চিকিৎসা সেবা দিতে পারতাম।  

গোপন সূত্রে জানা যায়,শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের উন্নয়নের অগ্রযাত্রার পথে একটি চক্র নিজেদের স্বার্থ হাছিলের জন্য ষড়যন্ত্রে লিপ্ত আছেন এমনকি বিভিন্ন সময় বিভিন্ন মিথ্যা অভিযোগ এনে গুজব ছড়িয়ে হাসপাতালের চিকিৎসার মান ক্ষুন্ন করার জন্য উঠে পড়ে লেগেছে। 

হাসপাতাল সূত্রে জানা যায়, ষড়যন্ত্রমূলক একটি অভিযোগ উঠেছে রাজিব চন্দ্র সূত্রধর নামের ওই সিনিয়র স্টাফ নার্স দীর্ঘদিন হাসপাতালের ডিউটিতে অনুপস্থিত থাকলেও হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক হেলিশ রঞ্জন সরকারের ( দোলা ভাইয়ের) দাপটে নিয়মিতভাবে বেতন-ভাতা উত্তোলন করছেন। 

এ বিষয়ে কিশোরগঞ্জ গণমাধ্যম কর্মী বৃন্দ অনুসন্ধান চালিয়ে একটি চাঞ্চল্যকর তথ্য উদঘাটন করেন, হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক হেলিশ রঞ্জন সরকারের প্রকৃতগত কোন শ্যালকেই নেই, এটি একটি কাল্পনিক, চক্রান্তমূলক সাজানো অভিযোগ বলে দাবি করেন হাসপাতাল কর্তৃপক্ষ। 

সিনিয়র স্টাফ নার্স রাজিব চন্দ্র সূত্রধর এর অনুপস্থিত সম্পর্কে জানতে চাওয়া হলে, ভারপ্রাপ্ত পরিচালক জানায়, – রাজিব চন্দ্র সূত্রধর নিয়মিত অফিস করেন কিন্তু ভুলবশত কারণে মাঝে মাঝে বায়োমেট্রিক হাজিরায় কিংবা খাতায় হাজিরায় সাইন করেন না,এ ব্যাপারে কর্তৃপক্ষ তাকে সতর্ক করে দিয়েছেন। 

  জানা যায়,গত ১৪ ই মে বুধবার সকাল১১টা ৩০ মিনিটে বিভিন্ন অভিযোগের উপর ভিত্তি করে মোঃ মোজাম্মেল হোসেন যুগ্ম সচিব ও তদন্ত কমিটির আহবায়ক স্বাস্থ্য সেবা বিভাগ পরিবার পরিকল্পনা মন্ত্রণালয় ঢাকা, ডাক্তার মোহাম্মদ হারুনুর রশিদ সহযোগী অধ্যাপক এনাথসি লজি বিভাগ ময়মনসিংহ, মোসাম্মাৎ জরিনা খাতুন অর্থ বাজেট ও সদস্য নাসি ও মিডওয়াইফাটি মহাখালী ঢাকা, আহমেদ হোসাইন সহকারি পরিচালক (শৃঙ্খলা) স্বাস্থ্য অধিদপ্তর মহাখালী ঢাকা, খন্দকার রবিউল ইসলাম সিনিয়র সহকারি সচিব প্রশাসন (চার শাখা) ও সদস্য সচিব ঢাকা। 

 এই পাঁচ সদস্য বিশিষ্ট স্বাস্থ্য সেবা ঢাকা থেকে তদন্ত কমিটি কিশোরগঞ্জ সরকারি শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল পর্যবেক্ষণ করতে আসেন।উল্লেখ্য কিছুদিনের মধ্যে তদন্ত কমিটির রিপোর্ট প্রকাশ করা হবে।

আপডেট সংবাদ পেতে আলোকিত সমাচার পড়ুন, সংবাদটি শেয়ার করে সাথে থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি