1. admin@alokitoshomachar.com : sh@admin :
শনিবার, ১৭ মে ২০২৫, ০৮:০০ পূর্বাহ্ন

‘অপারেশন সিঁদুর’ সামরিক খাতে বড় সিদ্ধান্ত নিলো ভারত

  • প্রকাশিত: শুক্রবার, ১৬ মে, ২০২৫
  • ৩ বার শেয়ার করা হয়েছে।

আন্তর্জাতিক ডেস্ক

অপারেশন সিঁদুরের’ পর ভারত তার প্রতিরক্ষা বাজেট আরও ৫০ হাজার কোটি রুপি বৃদ্ধি করতে পারে। সরকারি সূত্র শুক্রবার (১৬ মে) সকালে এনডিটিভিকে এ তথ্য জানিয়েছে। সংশোধিত বাজেটের মাধ্যমে এই বর্ধিত অর্থ বরাদ্দ করা হতে পারে। এর ফলে ভারতের প্রতিরক্ষা বাজেট ৭ লাখ কোটি রুপি ছাড়িয়ে যাবে। 

২০২৫/২৬ অর্থবছরে বাজেটে ভারত প্রতিরক্ষা খাতে রেকর্ড ৬.৮১ লাখ কোটি রুপি বরাদ্দ করে। গত ১ ফেব্রুয়ারি দেশটির অর্থমন্ত্রী নির্মলা সীতারামন এই বাজেট উত্থাপন করেন। এর আগে ২০২৪/২৫ অর্থ বছরে প্রতিরক্ষা খাতে ভারত ৬.২২ লাখ কোটি রুপি বরাদ্দ করেছিল। ফলে এ বছর দেশটি প্রতিরক্ষা খাতে ৯.২ শতাংশ অর্থ বেশি বরাদ্দ করেছে। 

একটি সূত্র জানিয়েছে, বাজেটে বরাদ্দকৃত অর্থ অনুমোদনের জন্য শীতকালীন সংসদ অধিবেশনের অনুমতি চাওয়া হবে। সেখানে অনুমোদন হলেই এই অর্থ গবেষণা ও উন্নয়ন, অস্ত্র ও গোলবারুদসহ অন্যান্য প্রয়োজনীয় উপাদান ক্রয় করা হবে। 

২০১৪ সাল থেকেই প্রতিরক্ষা খাতকে গুরুত্ব দিয়ে আসছে নরেন্দ্র মোদি প্রশাসন। ২০১৪/১৫ অর্থবছরে বিজেপি তার ক্ষমতার প্রথম বছরে প্রতিরক্ষা খাতে ২.২৯ লাখ কোটি রুপি বরাদ্দ করে। বর্তমানে সব মন্ত্রণালয়ের চেয়ে প্রতিরক্ষা মন্ত্রণালয়ে বেশি বাজেট বরাদ্দ করা হয়। যা মোট বাজেটের ১৩ শতাংশ। 

ভারত এমন এক সময়ে প্রতিরক্ষা খাতে বাজেট বাড়ানোর প্রস্তুতি নিয়েছে যখন পাকিস্তানের সঙ্গে উত্তেজনা চলছে। গত ২২ এপ্রিল পেহেলগামে বন্দুক হামলাকে কেন্দ্র করে পাকিস্তানে অপারেশন সিঁদুর পরিচালনা করে নয়াদিল্লি। এতে পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে সন্ত্রাসী স্থাপনা গুড়িয়ে দেওয়ার দাবি করে ভারত। 

আপডেট সংবাদ পেতে আলোকিত সমাচার পড়ুন, সংবাদটি শেয়ার করে সাথে থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি