ক্রীড়া ডেস্ক
স্প্যানিশ লা লিগা ফুটবলে স্বাগতিক এস্পানিওলের বিপক্ষে জয় দিয়ে চলতি মৌসুমে ২ ম্যাচ হাতে রেখেই নিজেদের ২৮তম শিরোপা জিতেছে বার্সেলোনা। আরসিডিই স্টেডিয়ামে বার্সেলোনা স্বাগতিকদের হারিয়েছে ২-০ গোলে। কাতালানদের পক্ষে একটি করে গোল করেছেন লামিনে ইয়ামাল ও ফার্মিন লোপেজ।
২০২৩ সালের পর ২০২৪ সালে চিরপ্রতিদ্বন্দ্বি রিয়াল মাদ্রিদের কাছে শিরোপা হারায় বার্সেলোনা। তবে সেই শিরোপা আবার পুনরুদ্ধার করলো কাতালানরা। চলতি মৌসুমের শেষ এল ক্লাসিকোতে রিয়াল মাদ্রিদকে হারিয়ে ৭ পয়েন্ট এগিয়ে থেকে শীর্ষ স্থান ধরে রাখে বার্সেলোনা। এর ফলে, বাকি থাকা ৩ ম্যাচে এক জয় পেলেই শিরোপা নিশ্চিত হবে এই স্প্যানিশ জায়ান্টদের। এমন সমিকরণ নিয়ে আরসিডিই স্টেডিয়ামে বার্সেলোনা মুখোমুখি হয় স্বাগতিক এস্পানিওলের। আর সেই ম্যাচেই স্বাগতিকদের ২-০ গোলে হারিয়ে ২ ম্যাচ হাতে রেখেই নিজেদের ২৮ তম শিরোপা জিতে নেয় বার্সেলোনা।
খেলার শুরু থেকেই দুই দলের স্ট্রাইকারদের ব্যর্থতায় প্রথমার্ধে কোন দল গোল না করতে পারলে অনেকটা হতাশা নিয়েই বরিতিতে যায় বার্সেলোনার সমর্থকরা।
তবে, দ্বিতীয়ার্ধে খেলতে নেমে ছন্দে ফিরতে সময় নেইনি বার্সেলোনা। ৫৩ মিনিটে দলের ১৭ বছর বয়সী তারকা স্ট্রাইকার লামিনে ইয়েমালের গোলের এগিয়ে যায় হ্যানিস ফ্লিকের দল। খেলার শেষ পর্যায়ের অতিরিক্ত সময়ে বার্সেলোনার ফলাফল দ্বিগুন করে ফার্মিন লোপেজ। এদিকে, এস্পানিওল আর গোল না করতে পারলে দলটির বিপক্ষে ২-০ গোলের জয় দিয়ে হাজারো সমর্থকদের উল্লাসে ভাসিয়ে নিজেদের ২৮ তম লা লিগা শিরোপা জিতে বার্সেলোনা।
Leave a Reply