1. admin@alokitoshomachar.com : sh@admin :
শনিবার, ০৩ মে ২০২৫, ০৭:১২ পূর্বাহ্ন
শিরোনাম:
কিশোরগঞ্জের সিংগুয়া নদী দিন দিন ভরাট হয়ে যাচ্ছে খননের দাবি স্থানীয়দের কিশোরগঞ্জে র‍্যাবের অভিযানে ১০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, সিএনজিও জব্দ কিশোরগঞ্জ বাস স্টেশনে মনচাহে ভাড়া আদায় দেখার কেউ নেই! নান্দাইলে ভাতিজার হাতে চাচা খুন আটক এক  নান্দাইলে ইউপি চেয়ারম্যান খোকন সহ ছাত্রলীগ-শ্রমিকলীগের দুই নেতা গ্রেফতার পাকুন্দিয়ায় আন্তর্জাতিক মহান শ্রমিক দিবস পালন রূপগঞ্জে ডাইং কারখানায় গ্যাস বিস্ফোরণে দগ্ধ তিন  সিদ্ধিরগঞ্জে বিএনপি নেতা হারুন ও তার মেয়ের বিরুদ্ধে অপপ্রচার পহেলা মে, শ্রমিক দিবস, এর মানে গরিবের দিবস, এখানে কোনদিন সফলতা আসেনি কোনো শ্রমিকের! ডিমলায় প্রেম নিবেদনে প্রতিবাদ করায় পরীক্ষার্থীর উপর হামলায় আহত – ১০ 

কিশোরগঞ্জ বাস স্টেশনে মনচাহে ভাড়া আদায় দেখার কেউ নেই!

  • প্রকাশিত: শুক্রবার, ২ মে, ২০২৫
  • ১১৯ বার শেয়ার করা হয়েছে।

কিশোরগঞ্জ প্রতিনিধি: গাজীপুরের কাপাসিয়া থেকে কিশোরগঞ্জ পর্যন্ত চলাচলকারী বিভিন্ন পরিবহন কোম্পানি কর্তৃক ভাড়া নৈরাজ্য চলছে বলে অভিযোগ উঠেছে। স্থানীয় প্রশাসন ও পরিবহন মালিকদের অবহেলার কারণে যাত্রীরা হেনস্তার শিকার হচ্ছেন এবং নির্ধারিত ভাড়া থেকেও অনেক বেশি টাকা পরিশোধ করতে হচ্ছে। যাত্রীদের অভিযোগ, সরকার নির্ধারিত ভাড়া উপেক্ষা করে প্রভাবশালী মহলের ছত্রছায়ায় পরিবহনগুলো ইচ্ছেমতো অতিরিক্ত ভাড়া আদায় করছে।

কাপাসিয়া, কিশোরগঞ্জ জেলা সদর, পাকুন্দিয়া, কটিয়াদি, হেসেনপুর এবং নরসিংদী জেলার মনোহরদী এলাকার লাখ লাখ যাত্রী এসব পরিবহনের শিকার। স্থানীয় বাসস্ট্যান্ড থেকে শুরু করে ঢাকা, গাজীপুরসহ অন্যান্য গন্তব্যের বাসগুলোর ক্ষেত্রে যাত্রীদের অভিযোগ প্রায় একই। বাসগুলো সাধারণত গেটলক সার্ভিসের মতো ভাড়া আদায় করলেও সেবা দেওয়া হয় লোকাল সার্ভিসের, যা যাত্রীদের জন্য বিরাট অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে।

বেশ কিছু দিন আগেও ঢাকা-কাপাসিয়া রুটে ‘ঢাকা পরিবহন’, ‘প্রভাতী বনশ্রী পরিবহন’ ও ‘ভাওয়াল পরিবহন’-এর শতাধিক বাস চলাচল করত। তবে বর্তমানে কাপাসিয়া বাসস্ট্যান্ড থেকে এসব রুটে কোনো বাস যাত্রা শুরু করে না, যার ফলে যাত্রীদের কঠিন পরিস্থিতির সম্মুখীন হতে হচ্ছে। স্থানীয় বাসগুলোর মাঝে শুধুমাত্র কিছু পরিবহনই যাত্রীদের টিকিট প্রদান করে, তবে সেই সেবাও অত্যন্ত সীমিত।

পরিবহন সূত্রে জানা গেছে, ঢাকা থেকে কাপাসিয়া হয়ে কিশোরগঞ্জ, পাকুন্দিয়া, কটিয়াদি, হোসেনপুর এবং মনোহরদী এলাকার বিভিন্ন বাস সার্ভিস চলাচল করে। এর মধ্যে ‘জলসিড়ি এক্সপ্রেস’, ‘অনন্যা পরিবহন’ এবং ‘উজানভাটি পরিবহন’-এর বাসগুলো উল্লেখযোগ্য। তবে এসব পরিবহনগুলো যখন কাপাসিয়ার সীমার মধ্যে ঢোকে, তখন গেটলক সার্ভিসের ভাড়া আদায় করে, কিন্তু বাসে কোন প্রকার সুবিধা বা সেবা সরবরাহ করা হয় না।

একজন যাত্রী, আমিনুর রহমান জানান, গাজীপুর চৌরাস্তা থেকে কাপাসিয়া পর্যন্ত ২৯ কিলোমিটার দুরত্ব হলেও এখানকার পরিবহনগুলো যাত্রীদের কাছ থেকে ২০০ টাকা ভাড়া আদায় করছে। এমনকি, প্রতিবাদ করলে তাদেরকে নানা ধরনের অশোভনীয় মন্তব্যের সম্মুখীন হতে হয়। একইভাবে, টোক এলাকার বাসিন্দা মোজাম্মেল হোসেনও অভিযোগ করেছেন যে, টোক থেকে গাজীপুরের দূরত্ব ৪৪ কিলোমিটার হলেও পরিবহনগুলো ১৫০ টাকার পরিবর্তে ১৯০ টাকা ভাড়া আদায় করছে।

অতিরিক্ত ভাড়া আদায়ের পাশাপাশি পরিবহন কোম্পানিগুলোর সিল মারার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন যাত্রীরা। সরকারের নির্ধারিত ভাড়ার চেয়ে আরও বেশি ভাড়া আদায় করা হচ্ছে এবং যাত্রীদের বাধ্য করা হচ্ছে সেই ভাড়া পরিশোধ করতে। পরিবহন কোম্পানির মালিকদের দাবি, অতিরিক্ত বাসের কারণে যানজট সৃষ্টি হচ্ছে এবং ট্রিপ কমে যাওয়ার কারণে তারা যাত্রীদের কাছ থেকে আরও বেশি ভাড়া আদায় করছেন।

অন্যদিকে, গাজীপুর বিআরটিএ’র সহকারী পরিচালক আব্দুল্লাহ আল মামুন জানিয়েছেন, অতিরিক্ত ভাড়া আদায় কোনোভাবেই গ্রহণযোগ্য নয় এবং এই বিষয়ে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে। একইভাবে, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সালমা আক্তারও জানিয়েছেন, ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অতিরিক্ত ভাড়া আদায়ের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ পরিস্থিতিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপের মাধ্যমে যাত্রীদের অধিকার রক্ষার জন্য কার্যকরী পদক্ষেপ নেওয়া জরুরি। সরকারের নির্ধারিত ভাড়া অনুযায়ী পরিবহন চলাচল নিশ্চিত করা এবং যাত্রীদের ওপর অবৈধ চাপ প্রয়োগ বন্ধ করা উচিত, যাতে জনগণ নিরাপদ এবং সুষ্ঠু পরিবহন সেবা পেতে পারে।

আপডেট সংবাদ পেতে আলোকিত সমাচার পড়ুন, সংবাদটি শেয়ার করে সাথে থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি