1. admin@alokitoshomachar.com : sh@admin :
শনিবার, ১৭ মে ২০২৫, ০৭:৫২ পূর্বাহ্ন

ছেলেদের অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপ সাফ ফাইনালে বাংলাদেশ

  • প্রকাশিত: শুক্রবার, ১৬ মে, ২০২৫
  • ২ বার শেয়ার করা হয়েছে।

ক্রীড়া প্রতিবেদক

নেপালকে হারিয়ে সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপে ফাইনালে উঠেছে বাংলাদেশ। ভারতের অরুণাচলে দিনের প্রথম সেমিফাইনালে নাজমুল হুদা ফয়সালের দল জিতেছে ২-১ গোলে। দুটি গোল আসে আশিকুর রহমান ও অধিনায়ক নাজমুলের থেকে। রোববার শিরোপা ধরে রাখার লড়াইয়ে নামবে আসরের বর্তমান চ্যাম্পিয়ন লাল-সবুজের দলটি।

অরুণাচলের ইউপিয়ার গোল্ডেন জুবিলি স্টেডিয়ামে শুক্রবার বিকেলে নামে বাংলাদেশ। গ্রুপ রানার্সআপ নেপাল ছেড়ে কথা বলেনি। আক্রমণ পাল্টা আক্রমণে জমে ওঠে দুদলের খেলা। নির্ধারিত ৪৫ মিনিটে জালের দেখা পায়নি কোনো দলই। গোলশূন্য সমতায় শেষ হয় প্রথমার্ধের খেলা।

বিরতির পর কিছুটা স্বরূপে দেখা যায় বাংলাদেশকে। বেশকিছু আক্রমণও দেখা যায় এসময় যুবাদের থেকে। পরে মেলে কাঙ্ক্ষিত সেই মুহুর্ত, ৭৩ মিনিটে গোল পায় বাংলাদেশ। অধিনায়ক নাজমুলের কর্নার থেকে হেডে গোল করেন ডিফেন্ডার আশিকুর। ১-০ গোলে এগিয়ে যায় জুনিয়র টাইগাররা।

ম্যাচের ৮১ মিনিটে বাংলাদেশের পক্ষে আসে আরও এক গোল। মোহাম্মদ মানিকের অ্যাসিস্টে গোল করেন অধিনায়ক ফয়সাল, ২-০ গোলে এগিয়ে যায় বাংলাদেশ। নেপালও নিশ্চিত গোলের সুযোগ পেলে গোলকিপার ইসমাইল হোসেন মাহিনের দৃঢ়তায় রক্ষা মেলে। তবে ৮৬ মিনিটে একটি গোল শোধ করে দেয় নেপাল, ম্যাচের ফলাফল দাঁড়ায় ২-১।

নির্ধারিত সময়ের পর অতিরিক্ত সাত মিনিট যোগ করা হয়। নেপাল ডিফেন্সের ভুলে গোলমুখে আরও একটি সুযোগ পেয়েছিলেন ফয়সাল, কাজে লাগাতে পারেননি। ২-১ ব্যবধানের জয় নিয়ে ফাইনালে পৌঁছে যায় বাংলাদেশ।

একই ভেন্যুতে সন্ধ্যায় আরেক সেমিফাইনালে স্বাগতিক ভারত লড়বে মালদ্বীপের বিপক্ষে। ১৮মে গড়াবে আসরের ফাইনাল। ভারতে এসে ড্রয়ের হতাশা দিয়ে শিরোপা ধরে রাখার মিশন শুরু করা বাংলাদেশ দ্বিতীয় ম্যাচে ভুটানকে উড়িয়ে দিয়েছিল ৩-০ গোলে। দুই ম্যাচে একটি করে জয় ও ড্রয়ে ৪ পয়েন্ট নিয়ে ‘এ’ গ্রুপে সেরা হয়ে সেমিতে খেলেছে বর্তমান চ্যাম্পিয়নরা। ২ পয়েন্ট নিয়ে গ্রুপ রানার্সআপ মালদ্বীপ। তলানিতে থেকে ছিটকে গেছে ভুটান।

আপডেট সংবাদ পেতে আলোকিত সমাচার পড়ুন, সংবাদটি শেয়ার করে সাথে থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি