মোঃ শাহজাহান ফকির স্টাফ রিপোর্টার:
ময়মনসিংহের নান্দাইলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র উপজেলা শাখার বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৪ মে) সন্ধ্যায় ময়মনসিংহ উত্তর জেলা বিএনপি’র সদস্য ও নান্দাইল উপজেলা বিএনপি’র আহ্বায়ক ইয়াসের খান চৌধুরীর সভাপতিতে উপজেলার মোয়াজ্জেমপুর ইউনিয়নের চামটা বাজার দলীয় কার্যালয়ে এ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সর্বসম্মতিক্রমে নান্দাইল উপজেলার ১৩টি ইউনিয়ন ও ১১৭টি ওয়ার্ড বিএনপি’র কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। নান্দাইল উপজেলা বিএনপি’র সদস্য সচিব এনামুল কাদিরের সঞ্চালনায় বর্ধিত সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা বিএনপি’র আহ্বায়ক ইয়াসের খান চৌধুরী, যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মিজানুর রহমান লিটন, যুগ্ম আহ্বায়ক নাজমুল হাসান, সাবেক ইউপি চেয়ারম্যান ফরিদ উদ্দিন, সাবেক ইউপি চেয়ারম্যান আতাহার আলী, রেজাউল করিম বাবলু, এডভোকেট হাবিবুর রহমান সহ আহ্বায়ক কমিটির ৭৩ জন সদস্য উপস্থিত ছিলেন। পরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল নান্দাইল উপজেলা শাখার দলীয় প্যাডে উপজেলা বিএনপি’র আহ্বায়ক ইয়াসের খান চৌধুরী, যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মিজানুর রহমান লিটন ও সদস্য সচিব এনামুল কাদিরের স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়। এসময় উপজেলা বিএনপি’র আহ্বায়ক ইয়াসের খান চৌধুরী আগামী সংসদ নির্বাচনে নান্দাইল আসনে বিএনপি’র ধানের শীষ প্রতীকের বিজয় সুনিশ্চিত সহ বিএনপি’র সাবেক চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমানের হাতকে আরো শক্তিশালী করার জন্য উপস্থিত সকলকে আহ্বান জানান।
Leave a Reply