1. admin@alokitoshomachar.com : sh@admin :
বৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ১০:৫৫ অপরাহ্ন
শিরোনাম:
নান্দাইলে ভাতিজার হাতে চাচা খুন আটক এক  নান্দাইলে ইউপি চেয়ারম্যান খোকন সহ ছাত্রলীগ-শ্রমিকলীগের দুই নেতা গ্রেফতার পাকুন্দিয়ায় আন্তর্জাতিক মহান শ্রমিক দিবস পালন রূপগঞ্জে ডাইং কারখানায় গ্যাস বিস্ফোরণে দগ্ধ তিন  সিদ্ধিরগঞ্জে বিএনপি নেতা হারুন ও তার মেয়ের বিরুদ্ধে অপপ্রচার পহেলা মে, শ্রমিক দিবস, এর মানে গরিবের দিবস, এখানে কোনদিন সফলতা আসেনি কোনো শ্রমিকের! ডিমলায় প্রেম নিবেদনে প্রতিবাদ করায় পরীক্ষার্থীর উপর হামলায় আহত – ১০  ভাল কিছু করতে গেলেই হয়রানি করা হয়: সেলিম প্রধান ডিমলায় সাবেক সাংসদ তুহিনের মুক্তির দাবিতে সেচ্ছাসেবক দলের বিক্ষোভ সমাবেশ কিশোরগঞ্জ শ্রমিক অধিকার পরিষদের আনন্দ র‌্যালী 

পাকুন্দিয়ায় আন্তর্জাতিক মহান শ্রমিক দিবস পালন

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১ মে, ২০২৫
  • ২৩ বার শেয়ার করা হয়েছে।

আবু হানিফ,পাকুন্দিয়া(কিশোরগঞ্জ) প্রতিনিধি:

শ্রমিক মালিক এক হয়ে- গড়বো এ দেশ নতুন করে’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় আন্তর্জাতিক শ্রমিক দিবস পালন হয়েছে । দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা সহ দিনব্যাপী বিভিন্ন কর্মসূচী পালন করে উপজেলা প্রশাসন ও পাকুন্দিয়া উপজেলা শ্রমিকদল ও শ্রমিক কল্যাণ ফেডারেশনসহ বিভিন্ন শ্রমিক সংগঠন। আজ সকাল ১০ টায় ৩০ মিনিটে উপজেলা প্রশাসনের উদ্যোগে বর্ণাঢ্য র্যালি  ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।এতে   সভাপতিত্বে করেেন উপজেলা নিবাহী অফিসার মোঃ বিল্লাল হোসেন আরো বক্তব্য রাখেন – পাকুন্দিয়া থানায় অফিসার ইনচার্জ (ওসি) সাখাওয়াত হোসেন, উপজেলা কৃষি অফিসার নুর ই আলম, পাকুন্দিয়া পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের উপমহা ব্যবস্থাপক নিতাই দাস প্রমুখ।

এর আগে দিবসটি উপলক্ষ্যে সকাল সাড়ে ৯টায় উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়।বেলা সোয়া ১২টার দিকে উপজেলা শ্রমিকদলের উদ্যোগে বিশাল একটি শোভাযাত্রা বের হয়। পৌর সভায় সামনে থেকে শুরু হয়ে পৌরসদরের বিভিন্ন সড়ক ঘুরে পুনরায় একই স্থানে গিয়ে শোভাযাত্রাটি শেষ হয়। এতে উপজেলার বিভিন্ন ইউনিয়নের ব্যানারে শ্রমিকদলের নেতাকর্মীরা বাদ্যযন্ত্রসহ নানা রঙের টুপি-গেঞ্জি এবং ধানের শীষ নিয়ে অংশ গ্রহণ করে । পরে পৌর সভায় সামনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কিশোরগঞ্জ জেলা জজ কোর্টের পিপি ও পাকুন্দিয়া উপজেলা বিএনপির আহবায়ক সাবেক পৌর মেয়র অ্যাডভোকেট মো.জালাল উদ্দিন। উপজেলা শ্রমিকদলের সভাপতি মাসুদ মিয়ার সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক রফিকুল ইসলামের সঞ্চালনায় সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্মআহবায়ক তৌফিকুল ইসলাম, যুগ্মআহবায়ক আতিকুর রহমান মাসুদ, ভিপি মো.কামাল উদ্দিন, পৌর বিএনপির সভাপতি এসএএম মিনহাজ উদ্দিন, উপজেলা বিএনপির যুগ্মআহবায়ক আবদুল কদ্দুছ, আবদুস ছাত্তার, বোরহান উদ্দিন ও অ্যাডভোকেট আসাদ রেজা প্রমুখ। এসময় উপজেলা, পৌর বিএনপি এবং সকল অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। 

আপডেট সংবাদ পেতে আলোকিত সমাচার পড়ুন, সংবাদটি শেয়ার করে সাথে থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি