1. admin@alokitoshomachar.com : sh@admin :
সোমবার, ০৫ মে ২০২৫, ০৩:২৬ পূর্বাহ্ন
শিরোনাম:
কটিয়াদীতে স্কুল শিক্ষার্থীদের নিয়ে  বিএনপি’র ৩১ দফা ক্যাম্পেইন বাংলাদেশ মানবাধিকার কমিশন “মাদক, সন্ত্রাস, চাঁদাবাজ ও কিশোর গ্যাং প্রতিরোধে শীর্ষক আলোচনা সভা জাতীয় নির্বাচন ঘিরে সাইবার হামলার শঙ্কা ওরিয়ন কয়লা বিদ্যুৎ প্রকল্প বাতিল ও পরিবেশবান্ধব নীতিতে অগ্রসর হওয়ার আহ্বান যেখানে গোটা জাতি বিমুখ। বই প্রকাশ করা, পাঠাগার গঠন করা , এ যেন মৃত গাছে পানি দিয়ে বৃথা চেস্টা গরিব ও প্রান্তিক কৃষকের ধান কেটে দিচ্ছেন রূপগঞ্জ উপজেলা যুবদল  নান্দাইলে গরু চোরের উৎপাতে কৃষক আতঙ্কে দুই রাতে ১৭ গরু চুরি নান্দাইলে দিনব্যাপী কৃষক গ্রুপ রিফ্রেশার্স প্রশিক্ষণ অনুষ্ঠিত ডিমলায় খালেদা জিয়ার ভাগ্নে প্রকৌশলী তুহিনের মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল নান্দাইলে পানি নিষ্কাশনের ড্রেন এখন মানুষের গলার কাঁটা এডিস মশা ও দূর্গন্ধের দূর্ভোগে মহল্লাবাসী 

ওরিয়ন কয়লা বিদ্যুৎ প্রকল্প বাতিল ও পরিবেশবান্ধব নীতিতে অগ্রসর হওয়ার আহ্বান

  • প্রকাশিত: রবিবার, ৪ মে, ২০২৫
  • ৪২ বার শেয়ার করা হয়েছে।

মোঃ শাহজাহান ফকির,স্টাফ রিপোর্টার:

পরিবেশ, জলবায়ু, জনস্বাস্থ্য এবং অর্থনীতির ঝুঁকি বিবেচনায় কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়িতে প্রস্তাবিত ৬৩৫ মেগাওয়াট ক্ষমতার ওরিয়ন কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্প বাতিলের জোর দাবি জানিয়ে দেশের ১৪৪টি নাগরিক সংগঠন আজ একযোগে অর্থ, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টাসহ সিপিজিসিবিএল এর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বরাবর চারটি পৃথক আবেদনপত্র জমা দিয়েছে। 

যেখানে বিদ্যুৎকেন্দ্রটি চালু হলে কয়লা আমদানিতে গচ্ছা যাবে বছরে প্রায় ১৫৮৭ কোটি টাকা। 

এই দাবিতে সংগঠনগুলো ‘বাংলাদেশের প্রতিবেশ ও উন্নয়ন বিষয়ক কর্মজোট (বিডব্লিউজিইডি)’ এর সাথে একত্রিত হয়ে পরিবেশগত প্রভাব সমীক্ষা (ইআইএ) বাতিল, বিদ্যুৎ ক্রয়চুক্তি (পিপিএ) বাতিল এবং বরাদ্দকৃত ঋণ ও জমির ইজারা প্রত্যাহারের আহ্বান জানিয়েছে।

আবেদনপত্র সমূহে বলা হয়েছে, বিদ্যুৎ প্রকল্পটি বাস্তবায়িত হলে বছরে ৪.৬১ লক্ষ টন CO₂ সহ বিপুল পরিমাণ দূষণকারী গ্যাস, ফ্লাই অ্যাশ ও বটম অ্যাশ নির্গত হবে, যা স্থানীয় জনস্বাস্থ্য, জীববৈচিত্র্য ও সামুদ্রিক পরিবেশের উপর ভয়াবহ প্রভাব ফেলবে। এছাড়াও, বছরে ১৫৮৭ কোটি টাকা মূল্যের কয়লা আমদানি এবং ৩০৫৯ কোটি টাকা ক্যাপাসিটি চার্জ বাবদ বৈদেশিক মুদ্রা ব্যয়ের ফলে জাতীয় অর্থনীতি ও রিজার্ভে বড় ধরনের চাপ সৃষ্টি হবে। 

বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ে জমা দেওয়া চিঠিতে উল্লেখ করা হয়, প্রকল্প বাস্তবায়নে ধারাবাহিক ব্যর্থতা সত্ত্বেও বারবার সময় বাড়ানো হচ্ছে, যা বিদ্যমান চুক্তির শর্ত, জাতীয় স্বার্থ এবং নবায়নযোগ্য জ্বালানির লক্ষ্যের পরিপন্থী। অন্যদিকে, পরিবেশ মন্ত্রণালয় বরাবর প্রেরিত চিঠিতে ইআইএ প্রতিবেদনের নানা ঘাটতি ও তথ্য গোপনের বিষয়টি তুলে ধরা হয় এবং তা বাতিলের দাবি জানানো হয়।এছাড়া কোল পাওয়ার জেনারেশন কোম্পানি বাংলাদেশ লিমিটেড (সিপিজিসিবিএল)-র কাছে জমা দেওয়া চিঠিতে ২২৫ একর জমির বিতর্কিত ইজারা বাতিলের দাবি জানানো হয়, যেখানে পূর্ব পরিকল্পনায় নবায়নযোগ্য প্রকল্প বাস্তবায়ন করার কথা ছিল।

এ আন্দোলনে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা)-র মতো স্বনামধন্য পরিবেশ আইন সংগঠন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, উপকূলীয় সংগঠন, কৃষি, নারী, শ্রমিক ও তরুণদের প্রতিনিধিত্বকারী সংগঠনসহ মোট ১৪৪টি প্রতিষ্ঠান সংহতি স্বাক্ষর প্রদান করেছে। সংগঠনগুলোর জোরালো আহ্ববান, “এই প্রকল্প বাতিল না হলে, তা ২০৫০ সালের মধ্যে শতভাগ নবায়নযোগ্য জ্বালানির লক্ষ্য অর্জনে বড় বাধা হয়ে দাঁড়াবে। কয়লা আমদানিতে ব্যয় হবে কয়েক হাজার কোটি টাকা। মাতারবাড়ির জীববৈচিত্র্য জীবাশ্ম জ্বালানির এই মরণফাঁদ থেকে মুক্ত হোক। ”

আপডেট সংবাদ পেতে আলোকিত সমাচার পড়ুন, সংবাদটি শেয়ার করে সাথে থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি