1. admin@alokitoshomachar.com : sh@admin :
রবিবার, ১৮ মে ২০২৫, ০৪:০৪ পূর্বাহ্ন

লে দেওয়া হলো ফারাক্কা বাঁধের সব গেট

  • প্রকাশিত: সোমবার, ২৬ আগস্ট, ২০২৪
  • ১৪৯ বার শেয়ার করা হয়েছে।
ডেস্ক রিপোর্ট

একদিনে বাংলাদেশে ঢুকবে ১১ লাখ কিউসেক পানি, তবে বন্যা পরিস্থিতির অবনতির আশঙ্কা নেই

ভারতের বিহার ও ঝাড়খণ্ডে বন্যার জেরে ফারাক্কা ব্যারেজের ১০৯টি গেটের সবগুলো খুলে দিয়েছে ভারত। সোমবার (২৬ আগস্ট) গেট খুলে দেওয়া হয়। এতে একদিনে বাংলাদেশে ঢুকবে ১১ লাখ কিউসেক পানি। তবে সবগেট খুলে দেওয়ায় পানি বাড়লেও বাংলাদেশে বন্যা পরিস্থিতির অবনতির আশঙ্কা নেই বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা।

সোমবার (২৬ আগস্ট) ব্যারেজ কর্তৃপক্ষ জানায়, প্রতিবেশী দুই রাজ্যে বন্যার জেরে পানির চাপ পড়েছে। তবে স্বস্তির বিষয়, এখনও নেপাল থেকে পাহাড়ি ঢল নামেনি। ফারাক্কা ব্যারাজ এলাকায় পানি বিপৎসীমার ৭৭.৩৪ মিটার ওপর দিয়ে বইতে থাকায় বাধ্য হয়ে গেট খুলতে হচ্ছে। সেক্ষেত্রে ফিডার ক্যানেলেও পানির পরিমাণ বাড়ানো হয়েছে।

এ বিষয়ে নদী গবেষণা ইনস্টিটিউটের সাবেক মহাপরিচালক প্রকৌশলী ম ইনামুল হক ঢাকা ট্রিবিউনকে বলেন, “ফারাক্কার মোট গেট ১০৯টি। সবসময় কিছু খোলা থাকে। বর্ষার সময় আরও খোলে। এখন সবক’টি খোলা হয়েছে। এতে বন্যা পরিস্থিতির অবনতির সম্ভাবনা নেই।”

ফারাক্কা ব্যারেজের জেনারেল ম্যানেজার আর দেশ পাণ্ডে বলেন, “ফারাক্কা ব্যারেজ কর্তৃপক্ষ সবসময় অ্যালার্ট রয়েছে। প্রতিমুহূর্তে নজর রাখা হচ্ছে। খুব কম সময়ের মধ্যে যেভাবে পানির চাপ তৈরি হয়েছে, তাতে সবকটি গেট খুলে না দিলে ব্যারাজের ওপর বড় চাপ তৈরি হচ্ছিলে। বড় ক্ষতি হয়ে যেতে পারত।”

ভারতের পশ্চিমবঙ্গ প্রদেশের মুর্শিদাবাদ জেলায় গঙ্গা নদীর ওপর ফারাক্কা বাঁধের অবস্থান। বাংলাদেশের সীমান্ত থেকে প্রায় ১৮ কিলোমিটার দূরে ১৯৬২ সালে এই বাঁধের নির্মাণ কাজ শুরু হয়। প্রায় এক বিলিয়ন মার্কিন ডলার ব্যয়ে নির্মিত এই বাঁধের কাজ শেষ হয় ১৯৭০ সালে। ফারাক্কা বাঁধের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয় ১৯৭৫ সালের ২১ এপ্রিল

আপডেট সংবাদ পেতে আলোকিত সমাচার পড়ুন, সংবাদটি শেয়ার করে সাথে থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি