ডেস্ক রিপোর্ট
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শহীদ আবু সাঈদসহ সব শহীদের স্মরণে মিশরের বিখ্যাত আল-আজহার বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের শিক্ষাপ্রতিষ্ঠান ‘দারুল আজহার বাংলাদেশ’ এর উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৬ আগস্ট) সন্ধ্যায় রাজধানী কায়রোস্থ দারাসা এলাকায় প্রতিষ্ঠানটির হলরুমে শহীদের আত্মার মাগফিরাত কামনা করে আলোচনা ও দোয়া শেষে উপস্থিত সবার মাঝে তবারক বিতরণ করা হয়।
দারুল আজহার বাংলাদেশ’ এর চেয়ারম্যান মাওলানা হাবিবুল বাশার আল-আজহারীর সভাপতিত্বে আলোচনা সভা ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন মিশরে বাংলাদেশ স্টুডেন্ট অর্গানাইজেশনসহ অন্যান্য অঙ্গ-সংগঠনের নেতারা। দোয়া মাহফিলে বক্তব্য দেন আল-আজহার বিশ্ববিদ্যালয়ের সিনিয়র শিক্ষার্থীরা।
Leave a Reply