মোঃ মিজানুর রহমান কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ব্জ্রপাতে ফারিয়া জান্নাত ইরিনা (১৪) ,আদ্রিতা ইসলাম প্রিয়া (১৪) ও ইমা আক্তার বর্ষা (১৫) নামের তিন স্কুল ছাত্রী নিহত হয়েছে। আজ মঙ্গলবার দুপর একটার দিকে উপজেলার জাঙ্গালিয়া ইউনিয়নের চরটেকী এলাকায় এ ব্জ্রপাতের ঘটনা ঘটে।
নিহত ইরিনা উপজেলার চরটেকী নামা পাড়া গ্রামের জালাল উদ্দিনের মেয়ে,নিহত প্রিয়া একই গ্রামের বাদল মিয়ার মেয়ে। এবং নিহত বর্ষা একই গ্রামের বুরহান উদ্দিনের মেয়ে। নিহতরা সকলেই উপজেলার চরটেকী গার্ল স্কুল এন্ড কলেজের নবম শ্রেনীর শিক্ষার্থী।
বজ্রপাতে তিনজন নিহত হওয়ার তথ্যটি নিশ্চিত করেছেন পাকুন্দিয়া থানার অফিসার ইনচার্জ মো. সাখাওয়াৎ হোসেন।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার চরটেকী গার্ল স্কুল এন্ড কলেজে সেমিষ্টার পরীক্ষা চলছিল। দুপুর দেরটা থেকে পরীক্ষা হওয়ার কথা ছিল দুপুর একটার দিকে ইরিনা, প্রিয়া, এবং বর্ষা বাড়ি থেকে সেমিষ্টার পরীক্ষায় অংশগ্রহন করার জন্য স্কলের উদ্দেশ্যে রউনা হয়। পথিমধ্যে আকাশ মেঘাচ্ছন্ন হয়ে ঝর বৃষ্টি শুরু হয়। তাঁরা দ্রুত স্কুলের দিকে আসতে থাকে। ভিপি হাকিমের বাড়ির সামনে আসলে বজ্রঘাতে মারাত্বকভাবে আহত হয়। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ইরিনা এবং প্রিয়া কে মৃত ঘোষনা করে। এছাড়া একজন গুরুতর আহত বর্ষা কে উন্নত চিকিৎসার জন্য কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে বর্ষার মৃত্যু হয়।
Leave a Reply