1. admin@alokitoshomachar.com : sh@admin :
সোমবার, ০৫ মে ২০২৫, ০৪:২৫ অপরাহ্ন
শিরোনাম:
কটিয়াদীতে স্কুল শিক্ষার্থীদের নিয়ে  বিএনপি’র ৩১ দফা ক্যাম্পেইন বাংলাদেশ মানবাধিকার কমিশন “মাদক, সন্ত্রাস, চাঁদাবাজ ও কিশোর গ্যাং প্রতিরোধে শীর্ষক আলোচনা সভা জাতীয় নির্বাচন ঘিরে সাইবার হামলার শঙ্কা ওরিয়ন কয়লা বিদ্যুৎ প্রকল্প বাতিল ও পরিবেশবান্ধব নীতিতে অগ্রসর হওয়ার আহ্বান যেখানে গোটা জাতি বিমুখ। বই প্রকাশ করা, পাঠাগার গঠন করা , এ যেন মৃত গাছে পানি দিয়ে বৃথা চেস্টা গরিব ও প্রান্তিক কৃষকের ধান কেটে দিচ্ছেন রূপগঞ্জ উপজেলা যুবদল  নান্দাইলে গরু চোরের উৎপাতে কৃষক আতঙ্কে দুই রাতে ১৭ গরু চুরি নান্দাইলে দিনব্যাপী কৃষক গ্রুপ রিফ্রেশার্স প্রশিক্ষণ অনুষ্ঠিত ডিমলায় খালেদা জিয়ার ভাগ্নে প্রকৌশলী তুহিনের মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল নান্দাইলে পানি নিষ্কাশনের ড্রেন এখন মানুষের গলার কাঁটা এডিস মশা ও দূর্গন্ধের দূর্ভোগে মহল্লাবাসী 

বরগুনার সূমী মহিলা মাদ্রাসায় গৃহকর্মীর কাজে সৌদি আরব গিয়ে আড়াই বছরেও সন্ধান পায়নি আত্মীয় স্বজন

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৭ এপ্রিল, ২০২৫
  • ২৩ বার শেয়ার করা হয়েছে।

ষ্টাফ রিপোর্টারঃ সংসারের অভাব গোছাতে বরগুন বেতাগী থানার সুমী খাতুন অবুঝ কন্যা শিশু বৈশাখীকে রেখে মহিলা মাদ্রাসায় ভাল বেতনে কাজ করার জন্য রাজধানীর দুরন্ত এয়ার ইন্টারন্যাশনাল প্রায় আড়াই বছর পূর্বে সৌদিআরব পাঠায়। সুমী প্রথম বছর কয়েকবার টেলিফোন করলেও ভিডিও কলে তাক কখনে দেখা যায়নি। এ বিষয়ে কয়েক দফা রিক্রুটিং এজেন্সির দায়িত্ববানদের কোন সু রাহ বা যোগাযোগব্যবস্থার কোন সহ যোগিতা না পেয়ে গত ৫ ফেব্রুয়ারি ২০২৫ইং ডিএমপির পল্টন থানায় সু বিচার পাওয়ার আইনি সহযোগিতা চেয়ে লিখতি অভিযোগ দাখিল করেন প্রবাসী সুমীর মেঝ বোন রুবি আক্তার। পাসপোর্ট নম্বর A04707368 বর্তমানে সৌদি আরবে আছে বলে পরস্পর খবর লোকমোখ প্রচার পায়। বেতাগী বুড়ামজুমদার ইউনিয়নের চেয়ারম্যান শুক্কর মিয়া জানান, সুমী খাতুন অসহায় পরিবারে স্বামী পরিত্যাক্তা, স্বভাব চরিত্র ভাল। আইনশৃংখা মেনে সমাজে বাস করে, দীর্ঘ দিন খোজ না থাকায় পরিবারে শোকে অস্থীর। যে কোন ভাবে সরকারি সহায়তায় তাকে দেশে ফেরত আনার জোরদাবী জানাচ্ছি। সূমী খাতুনকে বিদেশে পাঠানো সোহেল মিয়া(৫৫),কান্চন মিয়া(৬৫) ও সোহেল আহমদ (৫০) উভয়ে সম্মিলিত ভাবে পাসপোর্ট ছাড়াও ১ লাখ ৬৫ হাজার টাকা গ্রহণ করে সৌদিআরব পাঠায়। কম টাকায় শান্তিময় ভাল ভিসায় বেশী বেতনে সৌদি আরব সুমন তালুকদার ও সৌরব নামের আরো দু জনকে পাঠানোর জন্য ২ টি পাসপোর্ট সহ কান্চনের প্রলোভনে বিভন্ন সময়ে বিভিন্ন অংকে সর্বমোট ১২ লক্ষ ৭১ হাজার টাকা ১২ ডিসেম্বর ২০২৩ ইং বুঝে নেয় এবং ৩ মাসের মধ্যে বিদেশ পাঠানোর জন্য। টাকা নেওয়ার পর আজো তাদের বিদেশ পাঠানো হয়নি। সকল বিষয়ে প্রতারণার বিরুদ্ধে পল্টন থানার অভিযোগ এস আই আবুল কালাম সরেজমিনে দুরন্ত এয়ার ইন্টার ন্যাশনাল পরিদর্শন করে জিজ্ঞাসাবাদে ঘটনার সত্যতা পাওয়ায় সুমন এর পাসপোর্ট A08691692 ভিষা প্রসেস করে জনশক্তি রপ্তানি ট্রের্ণিং কোর্স সম্পন্ন করেন এবং অপর জনকে আগামী ৩ মাসের মধ্যে পাঠানো হবে বলে অভিযোগ কারীকে আশ্বস্ত করা হয়। অপরদিকে রুবিকে রিক্রুটিং এজেন্সির মালিক অনিয়মে আরো টাকা পয়সা জমা দেয়ার জন্য চাপ সৃষ্টি করার কারনে অসহায় রয়েছে ভূক্তভোগীরা। আইনগত সহযোগীতা প্রদানে সকলের সু দৃষ্টি কামনা করছেন সুমী ও রুবীর পরিবার।

আপডেট সংবাদ পেতে আলোকিত সমাচার পড়ুন, সংবাদটি শেয়ার করে সাথে থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি