মোঃ মিজানুর রহমান
কিশোরগঞ্জের কটিয়াদীতে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৬তম জন্ম বার্ষিকী উপলক্ষে র্যালি,আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রবিবার(২৫মে) বিকালে কটিয়াদী নজরুল একাডেমির আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে নজরুল একাডেমির সভাপতি শাহ জাহানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুর রউফ খোকনের সঞ্চালনায়
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কটিয়াদী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাঈদুল ইসলাম।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কটিয়াদী উপজেলা বিএনপির সভাপতি ও কটিয়াদি পৌরসভার সাবেক মেয়র আলহাজ্ব তোফাজ্জল হোসেন খাঁন দিলীপ, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক খলিলুর রহমান,যুগ্ম সম্পাদক শফিকুল ইসলাম ফুলু,কটিয়াদী সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বদিউল আলম মাহফুজ,ডাঃ আব্দুল মান্নান মহিলা কলেজের অধ্যক্ষ ছিদ্দিকুর রহমানসহ উপজেলার বিভিন্ন দপ্তরে কর্মরত কর্মকর্তা-কর্মচারি,সাংবাদিকবৃন্দ,নজরুল একাডেমির সদস্যবৃন্দ ও উপজেলার কবি নজরুল ভক্তগণ উপস্থিত ছিলেন।
Leave a Reply