সব মানুষ রাজনীতি করে, দল করে, স্লোগান তোলে—কিন্তু ক’জন মানুষ হৃদয়ের গহীন ভালোবাসা নিয়ে মানুষের পাশে দাঁড়ায়? ক’জন মানুষের ডাকে ভরসাহীন মানুষ বুক ভরে বলে, “উনি আছেন, আমরা একা নই?”
শাহজাহান সানাউল্লাহ ঠিক তেমন একজন নাম—যে নাম শুধু দলীয় পরিচয়ে সীমাবদ্ধ নয়, বরং মানবতার ছায়াদানকারী বৃক্ষ হয়ে উঠেছে।
তিনি দানাপাটুলী ইউনিয়ন যুবদলের আহবায়ক—এ পরিচয়ের চেয়েও বড় পরিচয় হলো, তিনি মানুষের ডাক শুনেন, মানুষের পাশে থাকেন।
কে কোন দল করে, কার কত কিছু আছে—সেসব দেখেন না; তিনি দেখেন কার চোখে অশ্রু, কার ঘরে হাহাকার, কার মুখে অভাবের গল্প।
জানেন, একটা মানুষ কতটা মহৎ হলে বিপদের সময় তাকে ডাকলেই যেন সে আকাশ ফুঁড়ে চলে আসে?
তিনি তেমনই। কারও চোখে জল দেখলে চুপ থাকতে পারেন না। নিজের ব্যস্ততা, নিজের প্রয়োজন পাশে রেখে ছুটে যান—দেন সাহস, দেন সান্ত্বনা, দেন সামর্থ্য অনুযায়ী সাহায্য
এই সমাজে এমন কিছু মানুষ থাকেন বলেই, এখনও বিশ্বাস করতে ইচ্ছে করে—ভালো মানুষ বেঁচে আছে।
শাহজাহান সানাউল্লাহ ভাই তাঁদের একজন। আল্লাহ তাঁর হৃদয়টাকে আরও প্রশস্ত করুন, তার হাতকে আরও দানশীল করুন, আর তার জীবনের প্রতিটি পদক্ষেপে বরকত দিন।
আপনি শুধু একজন নেতা নন, আপনি আশার আলো।
মানবতার এ পথচলায় আপনি আল্লাহর রহমতের বাহক হয়ে থাকুন—এই প্রার্থনাই করি। আমিন।
Leave a Reply