মোঃ শাহজাহান ফকির,স্টাফ রিপোর্টার:
ময়মনসিংহের নান্দাইলে ডেবিল হান্টের অভিযানে গ্রেফতার হওয়ার পর নিজেকে জামায়েতের কর্মী পরিচয় দিয়েও রক্ষা পায়নি আবুল কাসেম নামে এক কৃষকলীগ নেতা। কারণ জামায়েতের কর্মী হিসাবে নিজের পরিচয়টি ছিল ভূয়া। সোমবার (৫ মে) সন্ত্রাস বিরোধী আইনে তাকে জেল হাজতে প্রেরণ করেছে নান্দাইল মডেল থানা পুলিশ। জানাগেছে, আবুল কাসেম ওরফে কাসেম মুন্সী নান্দাইল পৌর কৃষকলীগের সভাপতি ও উপজেলা কৃষকলীগের সদস্য। তাঁর বাড়ি নান্দাইল পৌরসভার ৮নং ওয়ার্ডের চন্ডিপাশা গ্রামে। রোববার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার নান্দাইল চৌরাস্তা বারুইগ্রাম এলাকা থেকে আবুল কাসেমকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের সময় তিনি নিজেকে পুলিশের নিকট জামায়েতে ইসলামীর একজন কর্মী হিসাবে পরিচয় দেন এবং পাঁচ মাস পূর্বে তিনি জামায়েতে যোগদান করেছেন বলে জানান। এ বিষয়ে নান্দাইল উপজেলা জামায়েতে ইসলামীর আমির কাজী শামসুদ্দিন বলেন, বিগত সরকারের আমলে ওই দলের নেতাকর্মী যারা অপকর্ম করেছে তা ঢাকার জন্য মিথ্যার আশ্রয় নিচ্ছে। আবুল কাসেম জামায়েতে ইসলামী সংগঠনের কোন কর্মী নন এবং দলে যোগদানের তথ্যটিও ভূয়া। নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আনোয়ার হোসেন গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, কৃষকলীগ নেতার পরিচয় আড়াল করার জন্য আবুল কাসেম মিথ্যার আশ্রয় নেয়। সোমবার তাকে জেল হাজতে প্রেরন করা হয়েছে।
Leave a Reply