বাঙালির হাজার বছরের ইতিহাসে সবচেয়ে অহংকার ও বীরত্বের গৌরবময় দিন।
পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ নামে একটি স্বাধীন ভূখণ্ডের আত্নপ্রকাশের দিন। রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধে ৩০ লাখ শহীদ ও ২ লাখ মা বোনের সম্ভ্রমের বিনিময়ে ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর অর্জিত হয় মহান বিজয় দিবস।
দিবসটি যথাযোগ্য মর্যাদায় উদযাপন ০৬ :৩০ মিনিটে কটিয়াদী বাসস্ট্যান্ড হাইওয়ে পুলিশ ফাঁড়ি সংলগ কেন্দ্রীয় শহীদ মিনারে মুক্তিযুদ্ধে বীর শহিদদের প্রতি পুষ্পার্ঘ অর্পণ করে বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করেন কটিয়াদী উপজেলা প্রশাসন, কটিয়াদী মডেল থানা, কটিয়াদী উপজেলা বিএনপির , পৌর বিএনপি , বিএনপি’র অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান।
শহীদ মিনারে পুষ্প অর্পণ শেষে কটিয়াদী উপজেলা বিএনপি, পৌর বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনে নেতৃবৃন্দ কটিয়াদী বাসস্ট্যান্ড হতে আনন্দ রেলি বের করে কটিয়াদী বাজার থানার মোড় হয়ে বাসস্ট্যান্ড পেট্রোল পাম্পে এসে বক্তব্যের মাধ্যমে শেষ করেন ।
Leave a Reply