1. admin@alokitoshomachar.com : sh@admin :
রবিবার, ১৮ মে ২০২৫, ০৫:৫৭ পূর্বাহ্ন

হোসেনপুরে সন্তান না থাকায় বাড়ি- ভিটা থেকে বিতারিত করলো ফোরহাদ পরিবারকে।

  • প্রকাশিত: রবিবার, ৮ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৪৭ বার শেয়ার করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

কিশোরগঞ্জ জেলার হোসেনপুর উপজেলায় চর বিশ্বনাথপুর গ্রামে সন্তান না থাকায় ভাইবোন মিলে ফোরহাদ মিয়াকে জোরপূর্বক বাড়ি হতে বের করে দিযেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

হোসেনপুর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সূত্রে জানা যায় হোসেনপুর উপজেলা চর বিশ্বনাথপুরে মৃত নুর মামুদ সাত ছেলে মেয়ের মধ্যে ফোরহাদ মিয়ার বিবাহিত জীবনে কোন সন্তান না হওয়ায় তাদের ভাই ১/ আবদুল হাসেম ২/গিয়াস উদ্দিন ৩/ মোসলেম উদ্দিন ৪/আব্দুল কাদের ৫/আলেকা খাতুন ৬/ফ্যালানি বিবি জোরপূর্বক মারধর করে প্রাণনাশের হুমকি দিয়ে ফোরহাদ ও তার স্ত্রী মিনা আক্তারকে বাড়ি হতে বের করে দেয়।বর্তমানে তারা দুর্বিষহ জীবন যাপন করতাছে।

সরজমিনে এলাকা গিয়ে দেখা যায় যে, ফরহাদ মিযার জমিতে থাকা ঘর ভেঙে জমি পরিস্কার করে নিয়েছে এবং এলাকার স্হানীয় গুন্ডাবাহিনী দ্বারা তাকে মেরে ফেলার পরিকল্পনা লিপ্ত রয়েছে আবদুল হাসেম গংরা। গ্রাম বাসী সব কিছু জেনেও নিজেদের নিরাপত্তার কথা চিন্তা করে তারা কোন প্রতিবাদ করছে না।

বিষয়টি নিয়ে কথা বলতে ফোরহাদ ও তার স্ত্রী মিনার খোঁজ করলে তাদের চরের মধ্যে একটি চোপড়া ঘরে পাওয়া যায়। ভোক্তভোগি পরিবারের দাবি তাদের সন্তান না থাকায় তাদের বাড়ি থেকে অত্যাচার করে জীবননাশের হুমকি দিয়ে বাড়ি থেকে বের করে দিয়ে জমি দখল করে নিয়েছে।

মিনা বলেন, আমি অসহায় তাই আমার পাশে কেউ নেই। হোসেনপুর উপজেলার স্যারের কাছে গেছিলাম এখনো কিছু হয় নাই। বিষয়টি নিয়ে জানতে চাইলে হোসেনপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা অনিন্দ্য বর্মন বলেন, মিনা আক্তারের লিখিত অভিযোগ পেয়েছি তা তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।

আপডেট সংবাদ পেতে আলোকিত সমাচার পড়ুন, সংবাদটি শেয়ার করে সাথে থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি