1. admin@alokitoshomachar.com : sh@admin :
বৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ০৪:২০ অপরাহ্ন
শিরোনাম:
পহেলা মে, শ্রমিক দিবস, এর মানে গরিবের দিবস, এখানে কোনদিন সফলতা আসেনি কোনো শ্রমিকের! ডিমলায় প্রেম নিবেদনে প্রতিবাদ করায় পরীক্ষার্থীর উপর হামলায় আহত – ১০  ভাল কিছু করতে গেলেই হয়রানি করা হয়: সেলিম প্রধান ডিমলায় সাবেক সাংসদ তুহিনের মুক্তির দাবিতে সেচ্ছাসেবক দলের বিক্ষোভ সমাবেশ কিশোরগঞ্জ শ্রমিক অধিকার পরিষদের আনন্দ র‌্যালী  এডিবির ফসিল ফুয়েল বিনিয়োগের বিরুদ্ধে ময়মনসিংহে নাগরিক প্রতিবাদ পাকুন্দিয়ায় প্রশিক্ষণ সুদমুক্ত ঋণ বিতরণ ময়মনসিংহে নবায়নযোগ্য শক্তির নীতিমালা সংস্কারের দাবীতে মানববন্ধন ডিমলায় সাবেক সাংসদ তুহিনের মুক্তির দাবিতে বিক্ষোভ দুই মামলায় আত্মসমর্পণ করলেন তারেক রহমানের খালাতো ভাই তুহিন

শেখ হাসিনার বিদায়, জনগণের উল্লাস এবং আওয়ামী লীগের পরাজয়।

  • প্রকাশিত: মঙ্গলবার, ৬ আগস্ট, ২০২৪
  • ১২১ বার শেয়ার করা হয়েছে।
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{},"is_sticker":false,"edited_since_last_sticker_save":false,"containsFTESticker":false}

অথই নূরুল আমিন

আজকে 5 ই আগষ্ট মহামান্য রাষ্ট্রপতি মো. শাহাবুদ্দিন মহোদয়ের কাছে পদত‍্যাগ পত্র জমা দিয়ে শেখ হাসিনা দেশ ছেড়ে চলে গেছেন। রাষ্ট্র প্রধানদের ক্ষেত্রে এই ধরনের ঘটনা সমগ পৃথিবীতে হাজার হাজার বছর ধরে চলছে সামনে আরো হয়তো হবে। এটা শুধু রাষ্ট্র তন্ত্র বলব না প্রকৃতির নিয়ম বলেও একটা প্রবাদ আছে।

বিশেষ করে আমাদের দেশে প্রায় বিশ কোটি মানুষের বসবাস। একজন রাষ্ট্র নায়কের ধারায় সবার মন রক্ষা করা এবং সবার জন‍্য সুষম বন্টন খুবই কষ্টসাধ্য কাজ। এছাড়া আমাদের দেশের মানুষ বহু মতান্তরের এবং বিভিন্ন ধরনের মনোচিন্তার অ অভিধানিক চিন্তার মানুষ ও রয়েছেন।

আজকে শেখ হাসিনা ক্ষমতা ছেড়ে যাওয়ার পর সারাদেশ জুড়ে যারা উল্লাস করছেন। এখানেও রয়েছে বেশকিছু কারণ। আমি আমার পূর্বের বহু কলামে লিখেছি। সেই সকল কারণ গুলো, যেমন 1019 এর মহামারী করোনার ফলে সারা পৃথিবী জুড়ে একধরনের অর্থনৈতিক বিপর্যয় নেমে আসে। আমাদের মধ‍্যবিত্ত ও খেটে খাওয়া সাধারণ জনগণ আর্থিক ভাবে ক্ষতিগ্রস্ত হয়ে যায় দেশের সিংহভাগ জনসাধারণ।

দেশের গার্মেন্টস সেক্টর, ক্ষুদ্র ব‍্যবসায়ী. ক্ষুদ্র চাকরীজীবিরা তারা সবাই বিষম অর্থকষ্টে পরে যান। কিন্তু সরকার এরকম বিষয় গুলোকে বারবার হাসি ঠাট্টার ছলে এড়িয়ে যায়। এই এড়িয়ে যাওয়াটাকে দেশের সাধারণ মানুষ, মন থেকে গভীর কষ্ট পেয়েছেন। শেখ হাসিনাসহ তার গঠিত মন্ত্রী পরিষদ এবং আওয়ামী লীগ এমপি, আওয়ামী লীগের সিনিয়র নেতাদের আচরণ যেন এককথায় সম্পূর্ণ অসভ্যতার গোডাউন ছিল।

শেখ হাসিনাসহ তার দলের মন্ত্রী এমপিরা শুধু জনগণের সাথে অমানবিক আচরণ করেছে তা নয়। তাদের মধ‍্যে যে অসংখ্য গরিব ধরনের ত‍্যাগী নেতাকর্মী ছিল। তাদের সাথে আরো বেশি অসৌজন্য মূলক আচরণ করেছে, যা প্রতিনিয়ত।

আওয়ামী লীগের মন্ত্রী এমপিরা। ওরা কঠিন অকৃজ্ঞ ওরা ক্ষমতায় এসেই ধরাকে সরা জ্ঞান মনে করেছে। তাই আজকে আর আওয়ামী লীগের কর্মী সমর্থক নেই বললেই চলে । আওয়ামী লীগের এই অগণিত কর্মী সমর্থক, মন্ত্রী এমপিরা এবং তাদের পিএস এপিএসরাই নির্মূল করে দিয়েছে। এরকম অসংখ্য বিষয় আছে। একজন এমপি বারবার একই আসনের এমপি বানানো এটা ছিল আওয়ামী লীগের চরম ভুল। ক্ষমতায় আসার পর এক শ্রেণির নেতারা করেছে পদ বাণিজ্য।

শেখ হাসিনার পদত‍্যাগের কথা শুনে আজকে রাস্তায় যারা বিজয় উল্লাস করছেন। তারা কিন্তু দির্ঘদিনের নির্যাতিত জনগণ। অন‍্য দিকে আওয়ামী লীগের হারিয়ে যাওয়া ত‍্যাগী নেতাকর্মীরাও আজকে পাষাণে পরিণত হয়েছেন। শোকে দুঃখে অভিমানে আজকে তারা যেন পাথর।

এই পাঁচই আগষ্ট এ যেন এক নতুন ইতিহাস। কারো জন‍্য উল্লাস কারো জন‍্য সর্বনাশ। আজকে দেশের সেনাপ্রধান জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন। তিনি বলেছেন সবাই যেন শান্ত থাকি। অল্ল সময়ের মধ‍্যে সম্মিলিত সরকার বা সর্বজনীন সরকার গঠন হতে পারে। দেশের সবাই নিরাপদে থাকুন । ভালো থাকুন । এই প্রত‍্যাশাই করি।

অথই নূরুল আমিন

কবি কলামিষ্ট ও রাষ্ট্র বিজ্ঞানী

5 আগষ্ট 2024 ঢাকা।

আপডেট সংবাদ পেতে আলোকিত সমাচার পড়ুন, সংবাদটি শেয়ার করে সাথে থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি