এসকে শাহীন নবাব কিশোরগঞ্জ সংবাদদাতা
বুধবার (১২মার্চ) বিকেলে ধুলিহর ২নং ওয়ার্ড পৌর বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন হোসেনপুর পৌর বিএনপির সভাপতি আলহাজ্জ্ব এ,কে,এম, শফিকুল হক (শফিক)।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন হোসেনপুর পৌর বিএনপি’র সাবেক যুগ্ন আহব্বায়ক ও হোসেনপুর রিপোর্টার্স ইউনিটি (এইচআরইউ)র সভাপতি এ,কে,এম মিজানুল হক, পৌরবিএনপির সিনিয়র সহ-সভাপতি মোঃ সাইফুল ইসলাম শহীদ, লুৎফুর রহমান রাসেল, শাহীন খান, যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ আবুল কালাম, ছাত্র নেতা সৌরভ হোসেন, ১নং ওয়ার্ডের সভাপতি আজিজুল ও সাধারণ সম্পাদক এরসাদ মিয়া, ২নং ওয়ার্ডের সভাপতি আব্দুল খালেক ও সাধারণ সম্পাদক মোঃ উৎপল, ৩নং ওয়ার্ডের সভাপতি মোঃ হাবিবুর রহমান, ৪নং ওয়ার্ডের সভাপতি স্বপন মিয়া, ৫নং ওয়ার্ডের সভাপতি আব্দুল্লাহ্ আল রোমেল ও সাধারণ সম্পাদক টিটু মিয়া, ৬নং ওয়ার্ড সভাপতি মোঃ ইলিয়াস এবং পৌরসভার ৯টি ওয়ার্ডের নেতা-কর্মীবৃন্দ। এছাড়া উপস্থিত ছিলেন বিএনপি এবং বিএনপির অংগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীসহ ২নং ওয়ার্ডের সর্বস্থরের জনসাধারণ, গণমাধ্যম কর্মী, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
ইফতার পূর্ববর্তী আলোচনায় পৌর বিএনপি’র সভাপতি আলহাজ্জ্ব এ,কে, এম শফিকুল হক (শফিক) বলেন, বিএনপির নেতা কর্মীসহ সর্বস্থরের জনসাধারণের সাথে ইফতার করতে পেরে আমি খুবই আনন্দিত। ইফতার শুধু একটি আনুষ্ঠানিকতা নয়, বরং এটি সমাজের প্রতি দায়িত্ববোধ ও ভালবাসার প্রকাশ। এধরনের আয়োজনের মাধ্যমে সমাজে সম্প্রীতি, ভালবাসা ও মানবিক মূল্যবোধ আরও শক্তিশালী হয়।
তিনি আরও বলেন, অন্তর্বর্তী সরকারের কাছে আমাদের দাবি, জনগণের ম্যান্ডেট থাকতে থাকতে নির্বাচনের রোডম্যাপ ঘোষনা করুন। জনগণের আমানত জনগণকে বুঝিয়ে দিন। ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন না হলে দেশ এক অস্থিতিশীল পরিস্থিতির সম্মুখিন হবে। আমরা প্রথম থেকেই এই অন্তর্বর্তী সরকারকে সহযোগীতা করে আসছি, কোন অবস্থাতেই এই সরকারকে ব্যর্থ হতে দেয়া যাবে না।
মহান স্বাধীনতা যুদ্ধে অসাধারণ অবদানের কথা স্মরণ করে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে দেওয়া স্বাধীনতা পুরস্কার বাতিলের সিদ্ধান্ত রহিত করা হয়। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে (মরণোত্তর) ২০০৩ সালে স্বাধীনতা পুরস্কার দেওয়া হয়েছিল। ২০১৬ সালে তৎকালীন সরকার আদালতকে ব্যবহার করে পুরস্কার বাতীল করে। পুরস্কার বাতিলের সিদ্ধান্ত রহিত করার জন্য বর্তমান সরকারকে আমরা ধন্যবাদ জানাই।
অনুষ্ঠানে সাবেক প্রধান মন্ত্রী ও দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও আগামী দিনের ভবিষ্যৎ কান্ডারী, দেশনায়ক তারেক রহমানের সুস্থতার জন্য বিশেষ মোনাজাত করা হয়। মরহুম প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীরউত্তম এর রূহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
Leave a Reply