1. admin@alokitoshomachar.com : sh@admin :
বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ০৪:৫৭ অপরাহ্ন
শিরোনাম:
ডিমলায় সাবেক সাংসদ তুহিনের মুক্তির দাবিতে বিক্ষোভ দুই মামলায় আত্মসমর্পণ করলেন তারেক রহমানের খালাতো ভাই তুহিন কিশোরগঞ্জ সদর সাব-রেজিস্ট্রি অফিসে গত ২ দিন যাবত বন্ধ রয়েছে দলিল রেজিস্ট্রির কার্যক্রম নান্দাইলে পারিবারিক পুষ্টি বাগান প্রদর্শনীর উপকরণ বিতরণ   সরকারি অর্থায়নে ৬ লেনের রাস্তা ও চীন সরকারের অর্থায়নে ১টি বিশেষায়িত হাসপাতাল নির্মাণের দাবি বরিশালবাসীর কিশোরগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ে স্মারকলিপি প্রদান করে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম কিশোরগঞ্জ জেলা শাখা ডিমলায় ড্রেন নির্মাণকে কেন্দ্র করে নিহত-১  এবার জ্বালানি উপদেষ্টার পিএসকে অব্যাহতি পবিত্র হজযাত্রীদের সেবা সহজীকরণের জন্য মোবাইল অ্যাপ ‘লাব্বাইক’ উদ্বোধন করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস আল্লাহ্ কে, আপনি কি তাঁর পরিচয় জানেন

ভারত সরকারকে আমরা কিছুতে সমর্থন করতে পারি না-ফজলুর রহমান

  • প্রকাশিত: বুধবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৪৬ বার শেয়ার করা হয়েছে।

মোঃ মিজানুর রহমান

বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা অ্যাডভোকেট ফজলুর রহমান বলেছেন, ভারত সরকার যা করেছে আমরা কিছুতেই তাদের সমর্থন করতে পারি না। শেখ হাসিনাকে তারা অন্যায় ভাবে ক্ষমতায় রাখার চেষ্টা করেছে। ভারত যদি আমাকে ভাই ডাকে তাহলে তাকে আমি দাদা ডাকবো। ভারত যদি আমাদের বন্ধু ডাকে তাহলে তাদের বন্ধু ডাকবো। যত চক্রান্ত হচ্ছে সেই চক্রান্ত থেকে দেশকে মুক্ত করার জন্য বিএনপি’র নেতৃত্বে আমাদের সংগ্রাম চলবে।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) বিকেলে কিশোরগঞ্জের পুরাতন স্টেডিয়ামে দ্রব্যের মূল্যের উর্ধ্বগতিরোধ, আইন শৃঙ্খলার উন্নতি, পতিত স্বৈরাচারের দোসরদে বিচার ও দ্রুত গণতান্ত্রিক যাত্রাপথে উত্তরণের জন্য নির্বাচনের রোড ম্যাম ঘোষনার দাবিতে জনসভায় তিনি এসব কথা বলেন।

ফজলুর রহমান জামায়াতকে উদ্দেশ্য করে বলেন, প্রথমে প্রধানমন্ত্রী পরে স্থানীয় সরকার নির্বাচন হবে। বেশি বাড়াবাড়ি করবেন না। বিএনপিকে লাল চোখ দেখান? ১৮ বছর বিএনপি’র ডানার নিচে লুকিয়ে ছিলেন। বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া শাড়ীর আঁচল দিয়ে সন্তানের মতো লুকিয়ে রেখেছিল। এখন একটু সুযোগ পাইছেন আর এই জন্য স্লোগান দেন নৌকা আর ধানের শীষ দুই সাপের একই বিষ। আপনারা তো মোনাফেক। ১৮ কোটি মানুষের দেশ বাংলাদেশ তারা সিদ্ধান্ত নিবে। চক্রান্ত করবেন না। এই মুহুর্তে নির্বাচন হলে বিএনপি দুই তৃতীয়াংশের উপরে ভোট পাবে। সেই দলকে আপনারা চক্রান্ত করে বঞ্চিত করতে চান। আজকে যারা এই দেশকে আবার নতুন করে পাকিস্তানের পথে নিয়ে যেতে চাই তাদের চরিত্রের পরিবর্তন হয় নাই। যারা মুক্তিযুদ্ধকে বিশ্বাস করে না তাদের সাথে আমাদের কোন ঐক্য নাই। আমরা মুক্তিযুদ্ধের বাংলাদেশ চাই। জিয়াউর রহমানের বাংলাদেশ চাই। বহুদলীয় গণতন্ত্রের বাংলাদেশ চাই। সেই বাংলাদেশ চাই বলে আমরা আগামী দিনে নির্বাচনের মাধ্যমে মানুষের ধৈর্যর দার গণতন্ত্রের মাধ্যমে খুলতে চাই। সেই গণতন্ত্র বাংলাদেশে কায়েম করবো। এই দেশ হবে সকলের। কোন ভেদাভেদ থাকবে না। এখানে সংস্কৃতি থাকবে, ধর্ম থাকবে। সবাই একসাথে বসে যার যার আদর্শ পালন করবো।

বিএনপি’র প্রতিদ্বন্দী কেউ নেই উল্লেখ করে তিনি বলেন, জামায়াতি ইসলামীকে আমি শত্রু মনে করি না। কোন দলকে আমি শত্রু মনে করি না। কিন্তু যদি ওই আইয়ুব খানের মতো, হোসাইন মুহাম্মদ এরশাদের মতো বাহানা করে জটিল পথে কঠিন পথে নির্বাচনকে ধব্বংস করতে চাই তাহলে বিএনপি কাউকে ছাড়বে না। বিএনপি’র সঙ্গে ৯০ পার্সেন্ট গণতান্ত্রিক দল বিএনপির কথা জাতীয় নির্বাচন চাই। কিছুতেই দীর্ঘায়িত হতে দিবো না। আমরা বর্তমান সরকারকে বিশ্বাস করতে চাই। সেই বিশ্বাসের খেয়ানত করবেন না।

আওয়ামী লীগকে উদ্দেশ্য করে ফজলুর রহমান বলেন, আমি কিশোরগঞ্জে গত পৌরসভা নির্বাচনে দাঁড়িয়ে বলেছিলাম একদিন এমন সময় আসবে যেদিন গেইটে গেইটে লেখা থাকবে এই এলাকায় আওয়ামী লীগ বসবাস করে না। তাই হয়েছে। আল্লাহর কাছে বলেছিলাম শেখ হাসিনার পতন না দেখিয়ে আমাকে মৃত্যু দিয়ো না। আল্লাহ আমার কথা শুনেছে। আওয়ামী লীগের “আ” লিখতে ১০ বছর লাগবে।

জনসভায়, বিএনপি কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও কিশোরগঞ্জ জেলা বিএনপি’র সভাপতি শরীফুল আলম, সহ সাংগঠনিক সম্পাদক ও ময়মনসিংহ মহানগর বিএনপি’র যুগ্ম আহ্বায়ক আবু ওয়াহাব আকন্দ, জাতীয় নির্বাহী কমিটির সদস্য মিসেস লায়লা বেগম, শেখ মুজিবুর রহমান ইকবাল, জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম, সহ সভাপতি রেজাউল করিম খান চুন্নু, অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম মোল্লা, রুহুল হোসাইন, অ্যাডভোকেট জালাল মুহাম্মদ গাউস, অ্যাডভোকেট জালাল উদ্দিন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক খালেদ সাইফুল্লাহ সোহেল, আমিনুল ইসলাম আশফাক, সহ দপ্তর সম্পাদক তাজুল ইসলাম চপল, জেলা যুবদলের সভাপতি খসরুজ্জামান শরীফ, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাসুদ সুমন, স্বেচ্ছাসেবক দলের সভাপতি আবু নাসের সুমন, সদস্য সচিব শহীদুল্লাহ কায়সার, ছাত্রদলের সভাপতি মারুফ মিয়া, সাধারণ সম্পাদক ফেরদৌস আহম্মেদ নেভীনসহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আপডেট সংবাদ পেতে আলোকিত সমাচার পড়ুন, সংবাদটি শেয়ার করে সাথে থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি