কটিয়াদীতে বিএনপি’র ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে সমাবেশ অনুষ্ঠিত
প্রকাশিত:
শনিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৫
১১৫
বার শেয়ার করা হয়েছে।
মোঃ মিজানুর রহমান,
তারেক রহমান কর্তৃক ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যেকিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার বাসস্ট্যান্ড চত্বরে ৮ই ফেব্রুয়ারি শনিবার বিকেলে এক বিশাল জনসভারআয়োজন করা হয়।
কটিয়াদী উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক মোঃ মতিউর রহমান এবং উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শহিদুল ইসলাম সেলিমের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাবেক আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও কিশোরগঞ্জ জেলা বিএনপির যুগ্মসাধারণ সম্পাদক অর্থনীতিবিদ শহিদুজ্জামান কাকন।
উক্ত জনসমাবেশে আরো বক্তব্য রাখেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ইলিয়াস আলী, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ও কারানির্যাতিত নেতা আবুল কাশেম, মুমুরদিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক খাইকুল ইসলাম লিটন, লোহাজুড়ি ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাসুদ রানা ,জালালপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক জাহাঙ্গীর আলম জনি প্রমুখ নেতৃবৃন্দ।
এছাড়া উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দলের নেতা ও সাবেক চান্দপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল কাইয়ুম গঙ্গা, পৌর স্বেচ্ছাসেবক দলের নেতা জয়নাল আবেদীন, স্বেচ্ছাসেবক দলের নেতা বাচ্চু মিয়া, পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক রিপন মিয়া এবং পৌর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ন আহবায়ক গেন্দু মিয়া।
প্রধান অতিথি শহীদুজ্জামান কাকন বলেন দল যদি আবারো আমাকে কিশোরগঞ্জ ০২ (কটিয়াদী- পাকুন্দিয়া) আসনে মনোনয়ন দেন, তাহলে সন্ত্রাস, চাঁদাবাজ, দুর্নীতি ও ইভটিজিংমুক্ত সমাজ গঠন করবো। জনসমাবেশে বিভিন্ন ইউনিয়ন থেকে অসংখ্য নেতাকর্মী যোগদান করেন ।
আপডেট সংবাদ পেতে আলোকিত সমাচার পড়ুন, সংবাদটি শেয়ার করে সাথে থাকুন
Leave a Reply