1. admin@alokitoshomachar.com : sh@admin :
বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ০৪:৫১ অপরাহ্ন
শিরোনাম:
ডিমলায় সাবেক সাংসদ তুহিনের মুক্তির দাবিতে বিক্ষোভ দুই মামলায় আত্মসমর্পণ করলেন তারেক রহমানের খালাতো ভাই তুহিন কিশোরগঞ্জ সদর সাব-রেজিস্ট্রি অফিসে গত ২ দিন যাবত বন্ধ রয়েছে দলিল রেজিস্ট্রির কার্যক্রম নান্দাইলে পারিবারিক পুষ্টি বাগান প্রদর্শনীর উপকরণ বিতরণ   সরকারি অর্থায়নে ৬ লেনের রাস্তা ও চীন সরকারের অর্থায়নে ১টি বিশেষায়িত হাসপাতাল নির্মাণের দাবি বরিশালবাসীর কিশোরগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ে স্মারকলিপি প্রদান করে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম কিশোরগঞ্জ জেলা শাখা ডিমলায় ড্রেন নির্মাণকে কেন্দ্র করে নিহত-১  এবার জ্বালানি উপদেষ্টার পিএসকে অব্যাহতি পবিত্র হজযাত্রীদের সেবা সহজীকরণের জন্য মোবাইল অ্যাপ ‘লাব্বাইক’ উদ্বোধন করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস আল্লাহ্ কে, আপনি কি তাঁর পরিচয় জানেন

টঙ্গীতে সাংবাদিককে কুপিয়ে জখম, থানায় মামলা

  • প্রকাশিত: সোমবার, ২৭ জানুয়ারী, ২০২৫
  • ৬১ বার শেয়ার করা হয়েছে।

সোহেল কবির, স্টাফ রিপোর্টার

গাজীপুরের টঙ্গী পশ্চিম থানা সামনে হত্যার উদ্দেশ্য একটি জাতীয় পত্রিকার সাংবাদিক আশিকুর রহমান কে কুপিয়ে জখম করে একদল সন্ত্রাসী। এ সময় সাথে থাকা আরও এক সাংবাদিক আহত হন।

এঘটনায় সোমবার (২৭ জানুয়ারি) সাংবাদিক আশিকুর রহমানের স্ত্রী বাদী হয়ে টঙ্গী পশ্চিম থানায় একটি মামলা দায়ের করেন।মামলার আসামীরা হলেন, টঙ্গী বড়দেওড়া শিংবাড়ী এলাকার আবুল বাশার (জ্বীন হুজুর) এর ছেলে ইমরান মাজহারি, ইমরান মাজহারির ভাই ফোরকান মাজরী ও অজ্ঞাত নামা আরও ৩/৪ জন।

মামলা এজহার সুত্রে জানা যায়, গত শনিবার রাত আনুমানিক টায় টঙ্গী পশ্চিম থানাধীন খাঁ পাড়া রোডে আতিকের চায়ের দোকানের সামনে  সাংবাদিক আশিকুর রহমানের পরিবারকে নিয়ে বিরুপ মন্তব্য করায় তাদের মাঝে কথা কাটাকাটি হয়। পরে ইমরান মাজহারি  তার সন্ত্রাসী বাহিনী নিয়ে দেশীয় অস্রস্রে সজ্জিত সাংবাদিক আশিকুর রহমানের উপর অতর্কিত হামলা চালায়। ১নং বিবাদীর হাতে থাকা লোহার ছুড়িদ্বারা হত্যার উদ্দেশ্যে সাংবাদিক আশিকুর রহমানের মাথায় ও গলায় এবং পিঠে মারাত্মক ভাবে পোঁচ মারিয়া কাটা/রক্তাক্ত যখম করে। দুই নং বিবাদীদ্বয় সহ তাহাদের সঙ্গীয় অজ্ঞাত নামা বিবাদীগন প্রকাশ্যে সাংবাদিক আশিকুর রহমানকে এলোপাতাড়ি কিল ঘুষি মেড়ে আঘাত প্রাপ্ত করে। হত্যা ও গুম এর হুমকি ধামকি প্রদান করে চলে যায়।সাংবাদিক আশিকুর রহমানের স্ত্রী জানান, 

গত ০২ দিন পূর্বে উক্ত বিবাদী আমার স্বামী আশিকুর রহমান (৪২)-কে ফোন করের অযথাই বিভিন্ন মন্তব্য, উশকানি মূলক কথা বার্তা ও গালিগালাজ করে। আমার স্বামী প্রতিবাদ করিলে আসামী আমার স্বামীকে বিভিন্ন ধরনের ভয়ভীতি ও প্রাণ নাশের হুমকি প্রদান করে। শনিবার রাতে আমার স্বামী টঙ্গী পশ্চিম থানাধীন খাঁ-পাড়া রোড, হাফিজ বেকারীর বিপরীতে আতিক এর চায়ের দোকানের সামনে অবস্থানকালে উক্ত বিবাদী আমার স্বামীকে দেখিতে পাইয়া অযথাই পূণরায় বিভিন্ন ধরনের অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। আমার স্বামী প্রতিবাদ করলে ১ নং বিবাদী কতিপয় সন্ত্রাসী বাহিনী নিয়ে লোহার ছুড়ি ও পাইপে সজ্জিত হইয়া হত্যার উদ্দেশ্যে আমার স্বামীর উপর অতর্কিত হামলা করে। ১নং বিবাদীর হাতে থাকা লোহার ছুড়িদ্বারা হত্যার উদ্দেশ্যে আমার স্বামীর মাথায় ও গলায় এবং পিঠে মারাত্মক ভাবে পোঁচ মারিয়া কাটা/রক্তাক্ত যখম করে। পরবর্তীতে ঘটনাস্থলের আশপাশে থাকা লোকজন এসে আমার স্বামীকে উদ্ধার করের শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে উন্নত চিকিৎসার জন্য ভর্তি করেন। এবং বর্তমানে আমার স্বামী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। এঘনায় আমি বাদী হয়ে টঙ্গী পশ্চিম থানায় একটি মামলা দায়ের করেছি। আমি আমার স্বামীর উপর হামলাকারীদের দ্রুত গ্রেফতারের দাবি জানাই এবং বিচার চাই।

এ বিষয়ে টঙ্গী পশ্চিম থানা অফিসার ইনচার্জ মোঃ ইস্কান্দার হাবিব জানান, এ বিষয়ে মামলা হয়েছে। মামলা নং ৩০/৩০,স্মা: ৪০২(৫/১) ২৭/০১/২৫, টঙ্গী পশ্চিম থানা। আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।

আপডেট সংবাদ পেতে আলোকিত সমাচার পড়ুন, সংবাদটি শেয়ার করে সাথে থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি