১৭ ডিসেম্বর রাতে টঙ্গী ইজতেমা ময়দানে ঘুমন্ত মুসল্লীদের উপরে, সাদ পন্থী উগ্রবাদীরা যে সন্ত্রাসী হামলা করে হত্যাকান্ড ঘটায়,তার বিরুদ্ধে, কিশোরগঞ্জ সদর উপজেলা কর্শাকড়িয়াইল ইউনিয়ন ইমাম উলামা পরিষদের পক্ষ থেকে শুক্রবার (২৭ ডিসেম্বর) দুপুরে কর্শাকড়িয়াইল ইউনিয়ন পরিষদ মাঠে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
বক্তারা সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, মানুষের মধ্যে মতের অমিল, ভিন্নমত, সংগ্রাম ও বিরোধিতা থাকতে পারে। কিন্তু মানুষ হয়ে মানুষকে হত্যা করা যায় না। আমরা এই হত্যাকারীদের বিচার চাই। তাদের গ্রেপ্তার করে শাস্তি দেওয়া লাগবে। সন্ত্রাসী কায়দায় ঘুমন্ত মুসল্লিদের ওপর ঝাপিয়ে পড়ে হত্যা করা হয়েছে।
সরকারের কাছে বিচার চাই এতাতিদের কার্যক্রম বাংলাদেশের কোন মসজিদে তথা কর্শাকড়িয়াইল ইউনিয়নে কোন মসজিদে করতে দেয়া হবে না।এতাদিরা পরিষ্কার যেহেতু সন্ত্রাসী ঘটনা সংগঠিত করেছে তাই তাদেরকে সন্ত্রাসী সংগঠন হিসাবে নিষিদ্ধ করা হোক। টঙ্গীর ময়দানে কিশোরগঞ্জের আমিনুল হক বাচ্চু সহ যারা শাহাদত বরণন করানো হয়েছে এই সমস্ত সাদপন্থী খুনিদেরকে গ্ৰেফতার ও শাস্তির দাবি জানাচ্ছি।
কর্শাকড়িয়াইল ইউনিয়ন ইমাম উলামা পরিষদের সভাপতি হযরত মাওলানা জিল্লুর রহমানের সভাপতিত্বে বিক্ষোভে উপস্থিত ছিলেন। হযরত মাওলানা মাহবুবুর রহমান,ও হযরত মাওলানা নুরুদ্দিন আদিব,হযরত মাওলানা আব্বাস আলী,হাফেজ হযরত মাওলানা আসাদুল্লাহ,ক্বারী শাহজাহান সানাউল্লাহ, আব্দুল মালেক আমির প্রমুখ।এসময় সর্বস্তরের তৌহিদি জনতা উপস্থিত ছিলেন।
Leave a Reply