1. admin@alokitoshomachar.com : sh@admin :
বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ০৯:২৫ অপরাহ্ন
শিরোনাম:
কিশোরগঞ্জ শ্রমিক অধিকার পরিষদের আনন্দ র‌্যালী  এডিবির ফসিল ফুয়েল বিনিয়োগের বিরুদ্ধে ময়মনসিংহে নাগরিক প্রতিবাদ পাকুন্দিয়ায় প্রশিক্ষণ সুদমুক্ত ঋণ বিতরণ ময়মনসিংহে নবায়নযোগ্য শক্তির নীতিমালা সংস্কারের দাবীতে মানববন্ধন ডিমলায় সাবেক সাংসদ তুহিনের মুক্তির দাবিতে বিক্ষোভ দুই মামলায় আত্মসমর্পণ করলেন তারেক রহমানের খালাতো ভাই তুহিন কিশোরগঞ্জ সদর সাব-রেজিস্ট্রি অফিসে গত ২ দিন যাবত বন্ধ রয়েছে দলিল রেজিস্ট্রির কার্যক্রম নান্দাইলে পারিবারিক পুষ্টি বাগান প্রদর্শনীর উপকরণ বিতরণ   সরকারি অর্থায়নে ৬ লেনের রাস্তা ও চীন সরকারের অর্থায়নে ১টি বিশেষায়িত হাসপাতাল নির্মাণের দাবি বরিশালবাসীর কিশোরগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ে স্মারকলিপি প্রদান করে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম কিশোরগঞ্জ জেলা শাখা

সরু রাস্তা ও নেই ট্রাফিক; ভোগান্তিতে হাসপাতালে আসা রোগী ও পথচারী

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০২৪
  • ৮৯ বার শেয়ার করা হয়েছে।

কিশোরগঞ্জ প্রতিনিধি

কিশোরগঞ্জ এখন যানজটের শহর হিসেবে বেশ পরিচিতি লাভ করেছে। যানজট থেকে কোনোভাবেই বাঁচতে পারছেনা শহরবাসী। দিন যত যাচ্ছে, যানজট তত বাড়ছে। এদিকে সরু রাস্তা ও যথাযথ ট্রাফিক ব্যবস্থাপনা না থাকায় বেশি ভোগান্তিতে পড়েছে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে আসা রোগী ও শহর কেন্দ্রীক শিক্ষার্থীরা।

কিশোরগঞ্জ জেলা শহরের একরামপুর মোড়কে ট্রাফিক ব্যবস্থার ‍‍‘হৃদযন্ত্র‍‍’ বলা হয়। কারণ এই তিন রাস্তার মোড় দিয়ে জেলার পূরর্বাঞ্চলের করিমগঞ্জ, ইটনা, মিঠামইন উপজেলার প্রায় কয়েক হাজার মানুষ বাস, অটোরিকশা ও সিএনজিযোগে এই মোড় দিয়ে শহরে প্রবেশ করে। যার ফলে মোড়টিতে ভোর হওয়ার সঙ্গে সঙ্গে দেখে মিলে যানজটের। আবার বিকালে অফিস ও শিক্ষাপ্রতিষ্ঠান ছুটির সময় দেখা যায় তীব্র যানজটের। একরামপুর মোড়ে ট্রাফিক ব্যবস্থা থাকলেও মোড়টির দক্ষিণ দিকে প্রায় এক কিলোমিটারের কম দূরত্বে অবস্থান কিশোরগঞ্জ রেলওয়ে স্টেশনের। স্টেশন রোড সিদ্ধেশ্বরী কালীবাড়ি মোড় থেকে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের দূরত্ব এক কিলোমিটারের কম। প্রায় ২৫ বছর আগে নির্মিত মেডিকেল কলেজের সামনের এ সড়কের প্রস্থ মাত্র ১০ ফুট। সড়কটি সরু হওয়ায় ভোগান্তি পোহাতে হচ্ছে হাজারও পথচারীর।

সরেজমিনে দেখা যায়, শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের প্রায় এক কিলোমিটার উত্তরে সিদ্ধেশ্বরী মোড় থেকে হাসপাতাল পর্যন্ত সড়ক এতোটাই সরু যে, দুটি রিকশা পাশাপাশি চলতে সমস্যা হয়। এছাড়া সড়কে ইঞ্জিনচালিত যানবাহন বা ব্যক্তিগত ছোট গাড়ি ঢুকলেই লেগে যায় তীব্র যানজট। সেই যানজট কখনো কখনো পুরো সড়কে ছড়িয়ে পড়ে। তখন রোগী নিয়ে হাসপাতালে যেতে খুব হিমশিম খেতে হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, এই সরু সড়ক দিয়ে জেলা শহরের হোসেনপুর, করিমগঞ্জ, তাড়াইল, ইটনা, মিঠামইন ও ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলার মানুষ চিকিৎসাসেবা নিতে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে আসে। এছাড়া রেলওয়ে স্টেশনে আসা ট্রেনের যাত্রী ও জেলার পূরর্বাঞ্চলের ঢাকাগামী যাত্রীবাহী বাস, পণ্যবহনকারী ট্রাক জেলার বাহিরে যেতে হলে এই সিদ্ধেশ্বরী মোড় হয়ে জেলা বাহিরে যেতে হয়। মোড়টিতে কোনো ট্রাফিক ব্যবস্থা না থাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়। যার ফলে রোগী, শিক্ষার্থী ও পথচারীরা ভোগান্তির শিকার হচ্ছে।

কিশোরগঞ্জ ট্রাফিক পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মনিরুজ্জামান জানান, ওই মোড়ে যানজটের বিষয়ে আমরা অবগত আছি । বদলি জনিত কারণে আমাদের সদস্য সংখ্যা কম। আমরা বর্তমানে বড়পুর থেকে একরামপুর মোড় পর্যন্ত দায়িত্ব পালন করছি।

আপডেট সংবাদ পেতে আলোকিত সমাচার পড়ুন, সংবাদটি শেয়ার করে সাথে থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি