আফজালুর রহমান উজ্জ্বল বিশেষ প্রতিনিধি
কিশোরগঞ্জের হোসেনপুর পৌরসভার দক্ষিণ ধুলিহর এলাকা থেকে নিজ ঘর হতে ফারজানা আক্তার তৃষা(১৪) নামের এক কিশোরী শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সে ওই এলাকার আকবর হোসেনের মেয়ে ও স্থানীয় হোসেনপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী ছিলো। ৩১অক্টোবর বৃহস্পতিবার সকালে পুলিশ লাশ উদ্ধার করে মহিলা পুলিশের সহায়তায় লাশের সুরতহাল করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরন করেছে।
হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ হোসেন জানান, বুধবার (৩০ অক্টোবর)রাতে ওই কিশোরী শিক্ষার্থী নিজ ঘরের বাঁশের আড়ায় গলায় ওড়না পেচিয়ে ফাঁস লইয়ে ঝুলে থাকার খবর পায়, পরে হোসেনপুর থানার এসআই আব্দুল মতিন ও সঙ্গীয় ফোর্সের সহায়তায় নিহতের মরদেহ উদ্ধার করে। নিহতের পিতা আকবর হোসেন আইনী সহায়তা পেতে হোসেনপুর থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করেন। ওসি মারুফ হোসেন মৃত্যুর কারণ হিসেবে প্রেম ঘটিত কারণ থাকতে পারে বলে সন্দেহ পোষণ করেন।
Leave a Reply