1. admin@alokitoshomachar.com : sh@admin :
বৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ১২:৫৪ অপরাহ্ন
শিরোনাম:
ভাল কিছু করতে গেলেই হয়রানি করা হয়: সেলিম প্রধান ডিমলায় সাবেক সাংসদ তুহিনের মুক্তির দাবিতে সেচ্ছাসেবক দলের বিক্ষোভ সমাবেশ কিশোরগঞ্জ শ্রমিক অধিকার পরিষদের আনন্দ র‌্যালী  এডিবির ফসিল ফুয়েল বিনিয়োগের বিরুদ্ধে ময়মনসিংহে নাগরিক প্রতিবাদ পাকুন্দিয়ায় প্রশিক্ষণ সুদমুক্ত ঋণ বিতরণ ময়মনসিংহে নবায়নযোগ্য শক্তির নীতিমালা সংস্কারের দাবীতে মানববন্ধন ডিমলায় সাবেক সাংসদ তুহিনের মুক্তির দাবিতে বিক্ষোভ দুই মামলায় আত্মসমর্পণ করলেন তারেক রহমানের খালাতো ভাই তুহিন কিশোরগঞ্জ সদর সাব-রেজিস্ট্রি অফিসে গত ২ দিন যাবত বন্ধ রয়েছে দলিল রেজিস্ট্রির কার্যক্রম নান্দাইলে পারিবারিক পুষ্টি বাগান প্রদর্শনীর উপকরণ বিতরণ  

অথই নূরুল আমিন এর লেখা বাণী।

  • প্রকাশিত: শুক্রবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৫৭ বার শেয়ার করা হয়েছে।

৫১. বিশুদ্ধ পানি পান করা যত নিরাপদ। এই সমাজ তারচেয়েও বেশি নিরাপদ একজন বড় মনের মানুষের কাছে।

৫২. যতক্ষণ পযর্ন্ত একজন নাগরিকের মধ‍্যে প্রকৃত দেশপ্রেম উদয় বা জাগ্রত না হবে ততক্ষণ পযর্ন্ত তাকে অশান্ত মনে হবে। তার চলন বেপরোয়া এবং কথাবার্তা অকথ‍্য হবে। প্রকৃত দেশপ্রেম এমনই একটি বিষয় যা পৃথিবীর সকল ধর্ম থেকে অনেক অনেক গুণ বড়।

৫৩. নারী গুলো বিয়ের আগে, বাবার বাড়িতে কেউ লক্ষ্মী, কেউ অলক্ষ্মী বলে উপাধি পায়। বিয়ের পর কেউ স্বামী পূজারী, কেউ ধার্মিক উপাধি পায়। এতকিছুর পরেও কেউ কেউ বাবা মা ভাইবোনদের প্রতি খেয়ালী রয়েই যায়।

৫৪. নারীরা বিয়ের পর সবাই বিরোধী নেত্রী হয়ে যায়। স্বামী শশুর শাশুড়ি ভাসুর দেবর ননদেরা যাই করুক না কেন সকল কাজে বিরোধীতা করা ভুল ধরা এ যেন লাগামহীন এক অবস্থা।

৫৫. নারীরা সবসময় স্বামীর সব কাজে বিরোধী নেত্রী হয়ে উঠে। স্বামী যদি কোনো কারণে দ্বিতীয় বিয়ে করে, দ্বিতীয় বউ যতই সুন্দরী হোক না কেন। প্রথম স্ত্রী তার কোনো না কোনো ভুল ধরবেই। যেমন সরকার যতই উন্নয়নই করুক না কেন। বিরোধী দলের নেতা নেত্রীরা তাতে সায় না দিয়ে কোনটা ভুল হয়েছে আর কোনটা করে নাই। সে গুলোই সমালোচনা করবেই।

৫৬. নারী হলো মিষ্টি জাতীয় ফলের মতো। তুমি খেলে তার মজা শেষে পাবে। আর না খেলে আফসোস করবে।

৫৭. সমাজের নব্বই ভাগ নারী বিয়ের পরেও বাবা মা ভাই বোনদের জন‍্য চিন্তা থেকেই যায়। কথায় বলে সে চলে অন‍্যের কাঁধে আবার নিজের আত্মীয়র জন‍্য কান্দে।

৫৮. আমাদের সমাজে এমনও কিছু লোক আছে সে শুধু তার নিজের মঙ্গল কামনা ছাড়া আর অন‍্য কারো মঙ্গল হোক তা সে চায়না।

৫৯. অপরাধ এমন একটি বিষয়, যে করে তাকে নিলজ্জ বানিয়ে দেয়।

৬০. স্বপ্ন পূরণ ব‍্যর্থ মানুষ গুলো শোকে পাথর হয়ে যায়। আর অমানুষ গুলো খুব সহজেই চোর বনে যায়।

৬১. যে শিক্ষা গ্রহণে নম্রতা নেই। সেখানে সেই শিক্ষা মূল‍্যহীন।

৬২. পৃথিবীর কোনো ধর্মেই গঠনমূলক ভুল নেই। অনেক মানুষ তার ভুল ব‍্যখ‍্যা দেয়। তখনই ঘটে সামাজিক বিপর্যয়।

৬৩. একজন পুরুষের জীবন সুন্দর করতে হলে সুন্দর মনের একজন স্ত্রী প্রয়োজন।

৬৪. একজন পুরুষের জীবন তছনছ করে দেয়ার জন‍্য একজন অসৎ নারীই যথেষ্ট।

৬৫. তুমি পুরুষ তুমি শাসক একথাটি মিথ্যা নয়।

৬৬. ধর্মীয় প্রার্থনালয় স্বর্গ লাভ আর অর্থ সংগ্রহে দুনিয়ার সুখ। এই দুটি বিষয় মানুষকে লোভী করে তুলেছে। সেই লোভ থেকে সমাজের শৃঙ্খলা ভঙ্গ হচ্ছে প্রতিনিয়ত।

৬৭. একজন দেহ প্রসারিনী নারীর চেয়ে হিংসুটে আর অহংকারী একজন নারী ভয়ংকর খারাপ।

আপডেট সংবাদ পেতে আলোকিত সমাচার পড়ুন, সংবাদটি শেয়ার করে সাথে থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি