সোহেল কবির, স্টাফ রিপোর্টার
নারায়ণগঞ্জের রূপগঞ্জে বৈষম্য বিরোধী আন্দোলনকারী শিক্ষার্থীরা পরিষ্কার পরিচ্ছন্নতা ও ট্রাফিক নিয়ন্ত্রণ কর্মসূচি পালন করেছে।
বুধবার দিনব্যাপী উপজেলার ভুলতা গাউসিয়া এলাকায় ঢাকা সিলেট মহাসড়কের গত কয়েকদিনের ভাংচুর অগ্নি সংযোগের অবশিষ্ট ময়লা আবর্জনা পরিষ্কার করে যান চলাচল স্বাভাবিক এবং ট্রাফিক পুলিশ না থাকায় সড়কে যানবাহন চলাচলে জনগণের ভোগান্তি এড়াতে ট্রাফিক নিয়ন্ত্রণে দায়িত্ব পালন করছে।
এ সময়, রূপগঞ্জ বৈষম্য বিরোধী আন্দোলনকারী সমন্বয়ক জানায়, আজকে প্রাথমিকভাবে তারা পরিষ্কার পরিচ্ছন্নতা ও ট্রাফিকের নিয়ন্ত্রণ দায়িত্ব পালন করছে এবং মানুষকে জনসচেতনতা বাড়াতে নিজেদের পাড়া-মহল্লা পরিষ্কার পরিচ্ছন্ন রাখা ট্রাফিক আইন মেনে চলার আহ্বান জানাচ্ছেন এবং ব্যবসায়ী হকারদের উদ্দেশ্যে নিজ নিজ ব্যবসা প্রতিষ্ঠানের ময়লা আবর্জনা নির্দিষ্ট স্থান ফেলার আহ্বান জানাচ্ছেন
। তারা আরো বলেন, দেশ কে নতুন করে সাজাতে সবাই একত্রে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে ।
এই কর্মসূচিকে সাধুবাদ জানিয়ে , বিভিন্ন শ্রেণী পেশার লোকেরা শিক্ষার্থীদের সাথে একত্রে কাজ করছেন ।
এ কর্মসূচিতে যোগ দিয়েছেন বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থী শিক্ষক স্বেচ্ছাসেবী সংগঠনসহ নানান শ্রেণী পেশার লোকজন।সবাই শিক্ষার্থীর সাথে ঐক্যবদ্ধ ভাবে সুস্থ সমৃদ্ধ সন্ত্রাস দুর্নীতিবাজ মাদক মুক্ত দেশ গড়ার আহ্বান জানায়।
Leave a Reply