1. admin@alokitoshomachar.com : sh@admin :
বৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ০৪:৩০ অপরাহ্ন
শিরোনাম:
পহেলা মে, শ্রমিক দিবস, এর মানে গরিবের দিবস, এখানে কোনদিন সফলতা আসেনি কোনো শ্রমিকের! ডিমলায় প্রেম নিবেদনে প্রতিবাদ করায় পরীক্ষার্থীর উপর হামলায় আহত – ১০  ভাল কিছু করতে গেলেই হয়রানি করা হয়: সেলিম প্রধান ডিমলায় সাবেক সাংসদ তুহিনের মুক্তির দাবিতে সেচ্ছাসেবক দলের বিক্ষোভ সমাবেশ কিশোরগঞ্জ শ্রমিক অধিকার পরিষদের আনন্দ র‌্যালী  এডিবির ফসিল ফুয়েল বিনিয়োগের বিরুদ্ধে ময়মনসিংহে নাগরিক প্রতিবাদ পাকুন্দিয়ায় প্রশিক্ষণ সুদমুক্ত ঋণ বিতরণ ময়মনসিংহে নবায়নযোগ্য শক্তির নীতিমালা সংস্কারের দাবীতে মানববন্ধন ডিমলায় সাবেক সাংসদ তুহিনের মুক্তির দাবিতে বিক্ষোভ দুই মামলায় আত্মসমর্পণ করলেন তারেক রহমানের খালাতো ভাই তুহিন

প্রসঙ্গ বারোশ কোটি টাকায় ছাপানো, বিনামূল্যের পাঠ‍্যপুস্তক এবং অযোগ্য শিক্ষা মন্ত্রণালয় সমাচার।

  • প্রকাশিত: শনিবার, ৯ নভেম্বর, ২০২৪
  • ১১৯ বার শেয়ার করা হয়েছে।

প্রসঙ্গ বারোশ কোটি টাকায় ছাপানো, বিনামূল্যের পাঠ‍্যপুস্তক এবং অযোগ্য শিক্ষা মন্ত্রণালয় সমাচার।

 

অথই নূরুল আমিন

 

গত নির্বাচিত রাজনৈতিক সরকার গুলো জনগণের ভোট পাওয়ার লোভে, প্রায় দেড় যুগের বেশি সময় ধরে বিনামূল্যের পাঠ‍্যপুস্তক ছাপানো এবং শিক্ষার্থীদের মাঝে বিতরণ করে আসছে। এর মুল লক্ষ্য হলো অভিভাবকদের কে ভোটের ক্ষেত্রে আকৃষ্ট করন।

যা হোক, এই বিনামূল্যের বইগুলো ছাপাতে হাজার কোটি টাকার বেশি লাগে সবসময় । আমার কথা হলো রাজনৈতিক দলগুলো যা করেছে, তার নব্বই ভাগ ভুল কাজ করেছে বিধায় আজকে অন্তর্বর্তীকালীন সরকার দেশ পরিচালনা করছে । তার ব‍্যতিক্রম কিছু করার জন্য। অন্তর্বর্তীকালীন সরকার শপথ নেয়ার পর বিভিন্ন দপ্তরের উপদেষ্টাগণ বলেছেন। গত সরকার অনেক ভুল করেছে। তা সংস্কার করতে অনেক সময় লাগবে। এবং সংস্কার কাজ চলছে।

আজকের আলোচনা হলো। পাঠ‍্যপুস্তক নিয়ে, আমার কাছে মনে হচ্ছে। অন্তর্বর্তীকালীন সরকারের পছন্দের শিক্ষা উপদেষ্টা। রাজনৈতিক সরকারের মন্ত্রীদের চেয়েও আরো বেশি নাবালক। বেশি অযোগ্য। তার কারণ হলো। অন্তর্বর্তীকালীন সরকার কেন বারোশ কোটি টাকা ব‍্যায় করে পাঠ‍্যপুস্তক ছাপাতে যাবে। কার লাভে কিসের লাভে? তাদের তো কোনো ভোটের প্রয়োজন নেই। ভোটের প্রয়োজন একমাত্র রাজনৈতিক দল গুলোর।

প্রায় দেড় যুগ ধরে এই পাঠ‍্যপুস্তক সরকারি ভাবে যে ফ্রি দেয়া হচ্ছে। এখানে অভিভাবকেরা কতটুকু উপকার পেয়েছেন? কতটুকু খুশি হয়েছেন । এরকম একটা জরিপ কিন্তু কোনো সরকার কখনও করেনি।

বারোশ কোটি টাকা সরকারের রাষ্ট্রীয় অর্থ ব‍্যয় করে যে পাঠ‍্যপুস্তক ছাপানো হয়। এখানে একজন ছাত্র তিনশ টাকা থেকে সর্বোচ্চ পাঁচশত টাকার বই ফ্রি পেয়ে থাকে। যেখানে দেশের ৭০% শিক্ষার্থী বেসরকারি স্কুল কলেজে লেখাপড়া করতে হচ্ছে। তুলনামূলক সরকারি স্কুল কম থাকার ফলে। আর ঐ সকল বেসরকারি কিন্ডারগার্টেন স্কুল গুলোতে বছরে একজন শিক্ষার্থীর জন্য অভিভাবকের ব‍্যায় করতে হচ্ছে পনেরো হাজার টাকা থেকে ষাট হাজার টাকা পযর্ন্ত। তাহলে বছরে পাচশত টাকার বই কি এই অভিভাবকেরা কিনতে পারবে না,? পারবে।

আমার জানামতে বিনামূল্যের সরকারি বই দেয়া নেয়া বা পাওয়া না পাওয়া নিয়ে অভিভাবকদের কোনো আগ্রহ নেই। অথচ এই অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা যদি নাবালক না হতেন । তাহলে এই বারোশ কোটি টাকার বই ছাপিয়ে টাকা নষ্ট না করে। এই বারোশ কোটি টাকা দিয়ে শতাধিক বেসরকারি স্কুল সরকারি করে নিতে পারতেন।

আরেকটি কথা হলো। সরকারের এই বিনামূল্যের পাঠ‍্য পুস্তক আমার পরামর্শ গ্রহণ করলে। এই বারোশ কোটি টাকার বই সম্পূর্ণ বিনামূল্যে ছাপানো সম্ভব। লেখাটি শেষ করার আগে একটি কথা মনে পড়ে গেলো। তা হলো “গাধা পিটিয়ে ঘোড়া বানানো যায়না”। বতর্মান শিক্ষা উপদেষ্টার অযৌক্তিক কাজ দেখে তাই উদাহরণ দিলাম। জানিনা ইউনূস সরকারের ভাগ‍্যে ভবিষ্যতে কি আছে? দেশের আর জনগণ তাদের কাছেই বা কি পাবেন।

অথই নূরুল আমিন

কবি কলামিস্ট ও রাষ্ট্র বিজ্ঞানী।

৯.১১.২০২৪

আপডেট সংবাদ পেতে আলোকিত সমাচার পড়ুন, সংবাদটি শেয়ার করে সাথে থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি