মোঃ মিজানুর রহমান
কিশোরগঞ্জের শোলাকিয়া ঈদগাহ ময়দানে এবার অনুষ্ঠিত হবে ১৯৮তম ঈদুল আযহার জামাত। সকাল ৯টায় একমাত্র জামাতে ইমামতি করবেন জেলা শহরের বড় বাজার জামে মসজিদের খতিব মুফতি আবুল খায়ের মোহাম্মদ ছাইফুল্লাহ। আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে থাকবে চার স্তরের নিরাপত্তা।
সোমবার দুপুরে কিশোরগঞ্জ জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে ঈদুল আযহার ১৯৮তম প্রস্তুতি সভার সময় এ তথ্য জানিয়েছেন জেলা প্রশাসক ও ঐতিহাসিক ঈদগাহ কমিটির সভাপতি ফৌজিয়া খান।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মিজাবে রহমত, অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদুল ইসলাম তালুকদার, কিশোরগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এরশাদ মিয়া, জেলা বিএনপির সহ-সভাপতি রুহুল হুসাইন, জেলা জামায়াতের আমীর মো. রমজান আলীসহ ঈদগাহ কমিটির সদস্যরা।
প্রস্তুতি সভায় বক্তারা বলেন, বিকল্প ইমাম হিসেবে থাকবেন হয়বত নগর এ ইউ কামিল মাদরাসার প্রভাষক মাওলানা জুবায়ের ইবনে আব্দুল হাই। এ ছাড়া নারীদের জন্য সরযু বালা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে আলাদা জামাতের ব্যবস্থা থাকবে।