নিজস্ব প্রতিবেদক
সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছেন কিশোরগঞ্জ জেলার, ইটনা উপজেলা জয় সিদ্ধিগ্রাম, আগলাপাড়া এলাকার মনু মিয়া। স্থানীয়দের কাছে তিনি পরিচিত একজন ‘গুরুস্তানকোদক হিসেবে। বিগত ৪৯ বছর ধরে বিনা পারিশ্রমিকে কবর খননের কাজ করে চলেছেন তিনি। অর্থ কিংবা উপহারের বিনিময়ে নয়—সম্পূর্ণ নিঃস্বার্থভাবে তিনি এই কাজ করে চলেছেন, আর এই সময়ের মধ্যে প্রায় ৩ হাজারেরও বেশি কবর খনন করেছেন।
মৃত্যুর খবর শুনলেই গ্রামের মানুষের পাশে দাঁড়াতেন মনু মিয়া। তিনি তার বিশ্বস্ত সঙ্গী লাল ঘোড়ার পিঠে চড়ে ছুটে যেতেন সেই জায়গায়। কিন্তু দুর্ভাগ্যবশত, সেই ঘোড়াটিকে নৃশংসভাবে হত্যা করেছে কিছু দুষ্কৃতকারী। ধারালো অস্ত্রের আঘাতে প্রাণ হারিয়েছে সেই বিশ্বস্ত সঙ্গী। বর্তমানে মনু মিয়া ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তার শারীরিক ও মানসিক অবস্থার কথা ভেবে স্ত্রী ও স্বজনেরা এখনো তাকে ঘোড়াটির মৃত্যুর কথা জানাননি।
এই হৃদয়বিদারক ঘটনার খবর ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। বিষয়টি নজরে এসেছে কিশোরগঞ্জ এর জনপ্রিয় কিশোরগঞ্জ ট্যুর এন্ড ট্রাভেলসের পরিচালক,মোঃসুমন মিয়া। তিনি সোমবার (১৯ মে) সন্ধ্যায় নিজের ফেসবুক অ্যাকাউন্টে মনু মিয়াকে নিয়ে একটি তথ্যচিত্র শেয়ার করেন। সেখানে তিনি মনু মিয়ার পাশে দাঁড়ানোর ইচ্ছা প্রকাশ করেন।
ভিডিওর ক্যাপশনে মোঃসুমন মিয়া লেখেন, “মনু মিয়াকে কিছু সহযোগিতা করতে চাই । মোবাইল নং-০১৭১৯০৯৩১৫৮