আবু হানিফ পাকুন্দিয়া কিশোরগঞ্জ প্রতিনিধিঃ
কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলা চন্ডিপাশা ইউনিয়ন পরিষদের কার্যালয়ে উদ্যোক্তার কক্ষ থেকে কম্পিউটারসামগ্রী চুরি হয়েছে। এ ঘটনায় ইউপির চেয়ারম্যান শামছুউদ্দিন বাদী হয়ে পাকুন্দিয়া থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। গতকাল বুধবার বিকেলে চন্ডিপাশা ইউপি চেয়ারম্যান এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, থানায় করা লিখিত অভিযোগে গ্রাম পুলিশ মোঃ দুলাল ও আব্বাছ উদ্দিন নাম উল্লেখ করা হয়েছে। তাহারা দুইজন নাইট ডিউটি ছিলেন।
অভিযোগ সূত্রে জানা যায়, চন্ডিপাশা ইউপি ভবনের দ্বিতীয় তলায় একটি কক্ষে কাজ করেন উদ্যোক্তার কাজ করে । ১২মে মঙ্গলবার বিকেল ৫টা কাজ শেষে কক্ষ বন্ধ করে সকলে বাসায় চলে যান। রাতে কক্ষ থেকে একটি কম্পিউটার, ডেক্সটপ কম্পিউটার, ওয়াব ক্যামেরা, ক্যামেরা , প্রোজেক্ট, মডেম ,স্ক্যানার, সোলার ফ্রেন্ড, ব্যাটারি বৈদ্যুতিক মালামাল সহ প্রায় ২ লক্ষ ৮৭হাজার টাকা চুরি হয়। ।বুধবার সকালে ইউনিয়ন পরিষদের সচিব ফেরদৌসী বেগম কার্যালয়ে এসে চুরির বিষয়টি টের পান। তখন পাকুন্দিয়া উপজেলা নির্বাহী অফিসার কে অবগত করি, পাকুন্দিয়া উপজেলা নিবাহী অফিসার মোঃ বিল্লাল হোসেন জানান, ইউপি উদ্যোক্তার কক্ষে চুরির অভিযোগটি পেয়েছি তদন্ত সাপেক্ষে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সাখাওত হোসেন বলেন, ইউপি উদ্যোক্তার কক্ষে চুরির অভিযোগটি তদন্তের জন্য একজন পুলিশ কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। তদন্ত প্রতিবেদন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।