মোঃ মিজানুর রহমান:বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশন, কিশোরগঞ্জ শাখা পৃথক বিচার বিভাগীয় সচিবাল গঠন, অধঃস্তন আদালত ও ট্রাইব্যুনালে সহায়ক কর্মচারী নিয়োগ এবং পদোন্নতিসহ স্বতন্ত্র নিয়োগ বিধির দাবীতে দুই ঘন্ট কর্মবিরতি পালন করা হয়।
সোমবার সকাল সাড়ে ৯ থেকে সাড়ে ১১টা পর্যন্ত জজশীপ ও ম্যাজিস্ট্রেসির সকল কর্মচারীগণ এ কর্মসূচী পালন করে। এ সময় বক্তব্য রাখেন বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন, সদস্য মাহবুবুর রহমান, সেরেস্তাদার একরামুল হক, ভারপ্রাপ্ত প্রশাসনিক কর্মকর্তা প্রদীপ পাল ও জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মোঃ আমিনুল ইসলাম রতন প্রমুখ।
বক্তাগণ অবিলম্বে উপরোক্ত দাবী মেনে নেয়ার আহবান জানান।