মোঃ সোহেল কবির স্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জ মহানগরের সিদ্ধিরগঞ্জের ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক মো: হারুন অর রশিদ ও তার কলেজ পড়ুয়া মেয়েকে নিয়ে প্রতিপক্ষের অপপ্রচারের বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন গনমাধ্যমে কুরুচিপূর্ণ অপপ্রচারের বিরুদ্ধে এ প্রতিবাদ জানিয়েছেন তাঁরা।
নাসিক ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক মো: হারুন অর রশিদ জানান, গত ৫ আগষ্টের পর থেকে একটি মহল রাজনৈতিক পরিচয়কে পূঁজি করে স্বার্থ হাসিলে মরিয়া হয়ে উঠে। পাশাপাশি এলাকায় সন্ত্রাস, চাঁদাবাজ, মাদক ব্যবসায়ী ও ছিনতাইকারীদের বিরুদ্ধে অব¯’ান নেয়ায় একটি রাজনৈতিক কুচক্রি মহল আমাকে সামাজিক ও রাজনৈতিক ভাবে হেয় প্রতিপন্ন করার হীন মানসে আমার ও আমার পরিবারের বিরুদ্ধে চক্রান্ত মূলক অপপ্রচারে লিপ্ত হয়েছে।
আমি এই অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। ৫ আগষ্টের পর থেকে অবৈধ স্বার্থ হাসিলের উদ্দেশ্যে কোন অপকর্মে লিপ্ত হইনি। সকল অপকর্মের বিরুদ্ধে প্রতিবাদ করায় আমাকে ও আমার পরিবারের সদস্যদের হেয় প্রতিপন্ন করার উদ্দেশ্যে অপপ্রচার চালিয়ে যা”েছ। আমি এবং আমার পরিবার কোন অনৈতিক কাজের সাথে সম্পৃক্ত নই।
বিএনপি নেতা হারুন বলেন, সম্প্রতি আমার মেয়ের টিকটকের একটি ভিডিওকে পূঁজি করে আমার প্রতিপক্ষ নতুন করে চক্রান্তে লিপ্ত হয়েছে। আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই। আসেন রাজনৈতিক কর্মকান্ড দিয়ে মোকাবেলা করেনে। কারো বিরুদ্ধে অপপ্রচার করে কাউকে ছোট করা যায় না। মান এবং সম্মানের মালিক একমাত্র আল্লাহ তাআলা। তিনি যদি কাউকে সম্মান দেন তাহলে কারোরই শক্তি নাই কাউকে অসম্মান করার। আর তিনি যদি কাউকে অসম্মানিত করেন তবে, কারোর ক্ষমতা নেই সম্মানিত হওয়ার। তাই অপপ্রচার ছেড়ে দিয়ে রাজনৈতিক ভাবে মোকাবেলা করেন।