স্টাফ রিপোর্টারঃ নীলফামারীর ডিমলায় দাখিল পরীক্ষার্থীকে প্রেম নিবেদনে প্রতিবাদ করায় পরীক্ষা শেষে বাড়ি ফেরার পথে প্রতিবাদকারীদের উপর হামলা চালানো হয়েছে। এ হামলায় কম পক্ষে ১০ পরীক্ষার্থী আহত হয়েছে। গুরুতর আহত অবস্থায় ২ পরীক্ষার্থীকে ডিমলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনাটি ঘটেছে উপজেলার ছোটখাতা কামিল মাদ্রাসার দাখিল পরীক্ষা কেন্দ্রের আদুরে ।
পরীক্ষার্থী ও প্রত্যক্ষদর্শীরা জানায়, নীলফামারীর ডিমলার ছোটখাতা কামিল মাদ্রাসা কেন্দ্রে চলতি দাখিল পরীক্ষায় অংশগ্রহণে জন্য আকাশকুঁড়ি মুন্সিপাড়া দাখিল মাদ্রাসা শিক্ষার্থী মনি আক্তার (ছদ্মনাম) পরীক্ষাকেন্দ্র গেলে ছোটখাতা কামিল মাদ্রাসার শিক্ষার্থী ও একই কেন্দ্রের পরীক্ষার্থী মোঃ রায়হান আলী গত ২৩/০৪/২০২৫ পরীক্ষা শেষে প্রেম নিবেদন করলে ওই শিক্ষার্থী তা প্রত্যাখ্যান করে।
প্রেম নিবেদনের বিষয়টি একই প্রতিষ্ঠানের সহপাঠিদের জানালে এ নিয়ে উভয় প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে চরম উত্তেজনা সৃষ্টি হলে ছোট খাতা কামিল মাদ্রাসার অধ্যক্ষ ও কেন্দ্র সচিব মওলানা বজলার রহমান পরদিন মঙ্গলবার বিষয়টি শিক্ষার্থীর মধ্যে মীমাংসা করে দেন। পূর্বের ঐ ঘটনার জের ধরে বুধবার ছোটখাতা দাখিল মাদ্রাসার পরীক্ষার্থীরা ওই কেন্দ্রে কৃষি শিক্ষা পরীক্ষা শেষে বাড়ী ফেরার পথে পথিমধ্যে জনৈক আমিনুর মেম্বারের বাড়ির পার্শ্বে প্রেম প্রত্যাখ্যাত আবু রায়হানের নেতৃত্বে ২৫/৩০ জন বহিরাগত সহ অস্ত্র সস্ত্র নিয়ে আকাশকুড়ী মুন্সীপাড়া দাখিল মাদ্রাসার পরীক্ষার্থীদের উপর হামলা চালায় । এতে কমপক্ষে আকাশকড়ি মুন্সিপাড়া দাখিল মাদ্রাসার ১০ পরীক্ষার্থী আহত হয়েছে । আহতদের মধ্যে গুরুতর আহত অবস্থায় গয়াবাড়ী পাটগা পাড়ার ইউসুফ আলীর ছেলে মোঃ শাকিল আলম ও আকাশ কুড়ি গ্রামের আইনুল হকের ছেলে সেলিম ইসলামকে ডিমলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অন্যান্য আহত পরীক্ষার্থীদের প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়। এ ঘটনায় আকাশ কুড়ি মুন্সিপাড়া দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক মোঃ আঃ বারেক বাদী হয়ে ৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ২০ জনের নামে ডিমলা থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
ছোট খাতা কামিল মাদ্রাসার অধ্যক্ষ ও কেন্দ্র সচিব মাওলানা বজলার রহমান জানান, আমার প্রতিষ্ঠানের শিক্ষার্থীর সাথে আকাশ কুড়ি মুন্সিপাড়া দাখিল মাদ্রাসার পরীক্ষার্থীদের মধ্যে প্রেমঘটিত কারনে আমার প্রতিষ্ঠানের এক ছাত্রের সাথে আকাশ কুড়ি মুন্সিপাড়া দাখিল মাদ্রাসার শিক্ষার্থীদের মধ্যে কথা কাটাকাটি ধাক্কাধাক্কি হলে আমি মীমাংসা করে দিয়েছি । ঘটনার জের ধরে আজকে এরকম একটা অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা ঘটবে ভাবতে পারিনি।
ডিমলা থানার অফিসার ইনচার্জ মোঃ ফজলে এলাহী অভিয়োগ প্রাপ্তির সত্যতা নিশ্চিত করে তিনি জানান, পরীক্ষার্থীদের উপর হামলাকারীদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
উল্লেখ্য যে- ঘটনার সাথে সম্পৃক্ত থাকার অভিযোগে ৫নং বিবাদী হিসেবে ডিমলা উপজেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম সদস্য সচিব ও জিয়াউর রহমান ডিগ্রি কলেজের শিক্ষার্থী মোঃ রিপন ইসলামের নাম অভিযোগ সুত্রে জানা যায়।