মোঃ শাহজাহান ফকির,স্টাফ রিপোর্টার: বাংলাদেশের শতভাগ নবায়নযোগ্য শক্তির দিকে দ্রুত এগিয়ে যাওয়ার জাতীয় আন্দোলনের অংশ হিসাবে ময়মনসিংহে বুধবার (৩০ এপ্রিল) নবায়নযোগ্য শক্তির নীতিমালা সংস্কারের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এ যেন সময়ের গুরুত্বপূর্ণ কণ্ঠ হিসেবে আবির্ভূত হলো।
অন্যচিত্রের নেতৃত্বে এবং কোস্টাল লাইভলিহুড অ্যান্ড এনভায়রনমেন্টাল অ্যাকশন নেটওয়ার্ক (CLEAN) এবং বাংলাদেশ ওয়ার্কিং গ্রুপ অন ইকোলজি অ্যান্ড ডেভেলপমেন্ট (BWGED)-এর সহযোগিতায় বুধবারের কর্মসূচিতে নাগরিক, কর্মী এবং নীতিনির্ধারকরা একত্রিত হয়ে শক্তিশালী মানববন্ধন করেছেন। ব্যানার ও স্লোগানের মাধ্যমে অংশগ্রহণকারীরা বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানির পথে বাধা হয়ে থাকা জরুরি সমস্যাগুলোর দিকে দৃষ্টি আকর্ষণ করেন—যেমন পুরনো অবকাঠামো, জটিল অনুমোদন প্রক্রিয়া, উচ্চ বিনিয়োগ ঝুঁকি এবং নীতিমালার অকার্যকর বাস্তবায়ন। যখন বাংলাদেশের জন্য নবায়নযোগ্য শক্তি গ্রহণ করা ভবিষ্যৎ নিরাপত্তা ও অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য জরুরি হয়ে উঠেছে, তখন ময়মনসিংহর এই কর্মসূচি দেখিয়েছে যে কাঠামোগত প্রতিবন্ধকতাগুলো এখনও অগ্রগতিকে বাধাগ্রস্ত করছে। ধীর প্রশাসনিক প্রক্রিয়া, অর্থায়নের অভাব, দুর্বল গ্রিড অবকাঠামো এবং নবায়নযোগ্য প্রকল্পের জন্য অসম্পূর্ণ ট্যারিফ নীতি এই পিছিয়ে পড়ার বড় কারণ। এই আন্দোলন কেবল বাধাগুলো চিহ্নিত করেনি, বরং একটি সবুজ ভবিষ্যৎ নিশ্চিত করতে সুস্পষ্ট দাবি তুলেছে।
আন্দোলনের মূল দাবিগুলোর মধ্যে রয়েছে: নবায়নযোগ্য প্রকল্পের দ্রুত অনুমোদনের জন্য একক সেবা কেন্দ্র স্থাপন; স্মার্ট গ্রিড প্রযুক্তি এবং নেট এনার্জি মিটারিং (NEM) বাস্তবায়নের মাধ্যমে জাতীয় গ্রিড আধুনিকীকরণ; জাতীয় বিদ্যুৎ খাতের বাজেটে কমপক্ষে ২০% নবায়নযোগ্য শক্তির জন্য বরাদ্দ করা; দেশীয় ব্যাংকগুলোর জ্বালানি খাতের অর্থায়নের কমপক্ষে ২৫% নবায়নযোগ্য প্রকল্পের জন্য নির্ধারণ; নবায়নযোগ্য প্রযুক্তির ওপর আমদানি শুল্ক কমানো এবং ট্যারিফ শর্ত বাতিল; এবং "বিদ্যুৎ নেই, বিল নেই" নীতি বাস্তবায়ন নিশ্চিত করা।
এ বিষয়ে অন্যচিত্র-এর নির্বাহী পরিচালক রেবেকা সুলতানা বলেন, "এই আন্দোলন ময়মনসিংহর একটি সবুজ ও ন্যায্য ভবিষ্যৎ গড়ার দৃঢ় সংকল্পের প্রকাশ। নীতিমালার সংস্কার শুধুমাত্র প্রযুক্তিগত বিষয় নয়—এটি টেকসই জীবিকা, জলবায়ু সহনশীলতা এবং জাতীয় সমৃদ্ধির জন্য অপরিহার্য।"
ফোরাম অন ইকোলজি অ্যান্ড ডেভেলপমেন্ট ময়মনসিংহর সদস্য ইমন সরকার বলেন, "জলবায়ু ঝুঁকির সম্মুখভাগে থাকা আমাদের মতো কমিউনিটির জন্য নবায়নযোগ্য শক্তি টিকে থাকার প্রধান হাতিয়ার। এখনই সময় বাধাগুলো দূর করে সত্যিকারের টেকসই বাংলাদেশের পথে এগিয়ে যাওয়ার।"
সারা দেশে গড়ে ওঠা ক্রমবর্ধমান আন্দোলনের প্রেক্ষিতে ময়মনসিংহর এই শক্তিশালী দাবি বাংলাদেশের পরিচ্ছন্ন ও সহনশীল ভবিষ্যতের পথে এগিয়ে চলাকে আরও বেগবান করবে। কর্মসূচিটি সফল করতে এতে অংশ নেয় বিভিন্ন পরিবেশবাদী সংগঠন ও জলবায়ু আন্দোলনের কর্মী মামুন মিয়া, কথা আক্তার, জান্নাতুল ফেরদৌস মীম, রোজিনা আক্তার, জিৎ সরকার, মোস্তাফিজুর রহমান প্রমুখ।