কুলাউড়া প্রতিনিধিঃ
গণতন্ত্র প্রতিষ্ঠায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল(বিএনপি) সকল শাখা কমিটি পূনঃগঠনে কাজ করছে। মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলা, পৌরসভা ও বরমচাল ইউনিয়ন ৮ নং ওয়ার্ড কমিটি গঠনে আহবায়ক কমিটির সাধারণ সভা হয়েছে। কমিটিতে থাকতে বিভিন্ন পদের জন্য মোটা অংকের অর্থ লেনদেন, বিশেষ সুবিধায় ফ্যাসিবাদী সরকারের সাবেক বনমন্ত্রীর ভাগিনা পরিচয়ে আবদুর রাহমান এর ছেলে ফখরুল,বদরুল ও নজরুলকে দলীয় পদে কমিটিতে অন্তর্ভুক্ত করার জন্য গোপনে, প্রকাশ্যে ভূমি দখল ও প্রতারণা করার খবর পাওয়া গেছে। গত ২০ ফেব্রুয়ারি দুপুরবেলা বি এনপির ব্যানার ব্যাবহার করে, তারেক জিয়া,খালেদাজিয়া বলে মিছিল করার কারনে এলাকার দলীয় কর্মী সমর্থকগন সংগঠন বিরোধী কাজের জন্য তাদের কমিটিতে না রাখতে লিখিত অভিযোগ জানান। এতে তারা ক্ষিপ্ত হয়ে বি এনপির নাম তুলে গালমন্দ করে। তাদের প্রতিহত করন ও দলে না রাখতে দলীয় কর্মীরা আহবান জানান।