আবু হানিফ পাকুন্দিয়া প্রতিনিধি:
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় অটোরিকশার সঙ্গে সিএনজি মুখোমুখি সংঘর্ষে শাহানা আক্তার (৩৫) নামের এক নারী নিহত হয়েছেন। আজ শুক্রবার (৩১জানুয়ারী) সকালে উপজেলার বরাটিয়া চৌরাস্তা এলাকায় পাকুন্দিয়া-কিশোরগঞ্জ সড়কে এ দুর্ঘটনা ঘটে।নিহত শাহানা আক্তার পৌরসভার বরাটিয়া গ্রামের মাসুদের স্ত্রী ।
স্থানীয়রা জানায়, সকাল ১১টায় দিকে শাহানা পার্শ্ববর্তী উপজেলার টোক শাহী মসজিদে যাওয়া জন্য বের হয়। এ সময় বরাটিয়া চৌরাস্তা এলাকা থেকে অটোতে ওঠছিলেন। ওই সময় পিছন থেকে একটি সিএনজির সাথে অটোরিক্সাটির সংঘর্ষ হয়। এতে অটোরিকশার নিচে পড়ে ঘটনাস্থলেই শাহানা আক্তারের মৃত্যু হয়।
পাকুন্দিয়ার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাখায়ত হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইন গত ব্যবস্থা নেয়া হবে।