কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় মহান বিজয় দিবস উপলক্ষে বিশাল বিজয় শোভাযাত্রা করেছে উপজেলা বিএনপি। সোমবার (১৬ ডিসেম্বর) বেলা ১২টার দিকে পৌর শহরের পাটমহল থেকে শোভাযাত্রাটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে পুনরায় পাটমহলে গিয়ে শেষ হয়। এর আগে গত ১৫ বছর বিএনপি কখনো মহান বিজয় দিবসে এতো স্বতস্ফুর্তভাবে আনন্দ শোভাযাত্রা করতে পারেনি। যার কারনে এবার প্রচুর নেতাকর্মীর সমাগম হয়েছে বলে দাবি বিএনপির নেতাকর্মীদের।
শোভাযাত্রা শেষে পাটমহলে এক সমাবেশ অনুষ্ঠিত হয়, এতে বক্তব্য দেন উপজেলা বিএনপির আহবায়ক ও পিপি এড. মো. জালাল উদ্দীন, পৌর বিএনপির সভাপতি এসএএম মিনহাজ উদ্দীন, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মো. তৌফিকুল ইসলাম, আতিকুর রহমান মাসুদ, মো. হাবিবুর রহমান ভুঁইয়া, পৌর বিএনপির সাধারন সম্পাদক শরীফুল ইসলাম সুজন, উপজেলা যুব দলের আহবায়ক মো. মিজানুর রহমান সুমন, সিনিয়র যুগ্ম আহবায়ক রাকিবুল আলম ছোটন, উপজেলা শ্রমিক দলের সভাপতি মাসুদ রানা, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আলমগীর হোসেন, উপজেলা ছাত্রদলের আহবায়ক মাজহারুল হক উজ্জ্বল প্রমুখ। শোভাযাত্রায় উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ-সঙ্গঠনের নেতাকর্মীরা অংশগ্রহন করেন।
এদিন সকাল থেকে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে খন্ড খন্ড র্যালি নিয়ে নেতাকর্মীরা পৌর শহরের পাটমহলে জড়ো হয়। পরে সেখান থেকে বিজয় শোভাযাত্রা বের করা হয়। উপজেলা বিএনপির শোভাযাত্রায় কয়েক হাজার নেতাকর্মী ও বিএনপির সমর্থকরা অংশগ্রহন করেন।