কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার দীঘিরপাড় ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে মহান বিজয় দিবস উপলক্ষ্যে বিজয় র্যালি অনুষ্ঠিত হয়েছে।
১৬ ডিসেম্বর সোমবার সকালের দিকে দীঘিরপাড় ইউনিয়ন থেকে ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম (বাছন), যুগ্মসাধারণ সম্পাদক মাহিবুর রহমান ও সাংগঠনিক সম্পাদক ফাইজুল ইসলামের নেতৃত্বে সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দের সহযোগিতায় একটি বিশাল র্যালি বের করা হয়।
এতে হাজার হাজার বিএনপি ও অঙ্গসংগঠণের সমর্থকরা স্বত:স্ফূর্তভাবে অংশ গ্রহণ করে। প্রত্যেকের মুখেই ছিল বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নামে বিভিন্ন স্লোগান ও হাতে নানা রকম ফেস্টুন লক্ষ করা যায়।
পরে মিছিলটি ইউনিয়নের মূল সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা বিএনপির আয়োজনে বিজয় র্যালিতে যোগদান করে।