বিশেষ প্রতিনিধি:
ময়মনসিংহের নান্দাইল উপজেলা যুগান্তর স্বজন সমাবেশের আয়োজনে বিজয় উৎসব পালিত হয়েছে। এ উপলক্ষ্যে ১৬ই ডিসেম্বর সোমবার সকালে উপজেলা সদর স্বজন সমাবেশের অস্থায়ী কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন শেষে বিজয় উৎসবের র্যালী অনুষ্ঠিত হয়। নান্দাইল উপজেলা দৈনিক যুগান্তর এর প্রতিনিধি মো. শামছ-ই-তাবরীজ রায়হানের সার্বিক তত্ত্বাবধানে র্যালী ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন নান্দাইল যুগান্তর স্বজন সমাবেশের আহ্বায়ক অরবিন্দ পাল অখিল। এছাড়া ডা. মো. শাহজাহান ফকিরের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন প্রেসক্লাব নান্দাইলের সভাপতি ও যুগান্তর স্বজন নান্দাইল শাখার উপদেষ্ঠা মোহাম্মদ হান্নান মাহমুদ, যুগান্তর প্রতিনিধি শামছ-ই-তাবরীজ রায়হান, হাজী রফিকুল ইসলাম খোকন, জালাল উদ্দিন মন্ডল, প্রভাষক আমিনুল ইসলাম বুলবুল, হাফেজ মিজানুর রহমান, শিক্ষক মতিউর রহমান, এমদাদুল হক, আলমগীর হোসাইন, যুগান্তর স্বজন সদস্য রুনা আক্তার, ফরিদা ইয়াসমিন, লাকি আক্তার, উম্মে সুয়েমা, মনিরা মনি, আশিক, আজিজুল হক, মাহবুব হাসান, তাহমিনা সুলতান প্রমুখ। আলোচনা সভা শেষে বিজয় উৎসবের মাধ্যমে নান্দাইল উপজেলা যুগান্তর স্বজন সমাবেশকে আরো সামনে এগিয়ে নিতে যেতে “মানুষ মানুষের জন্য” কল্যাণমূলক কাজ করার জন্য যুগান্তর স্বজনরা অঙ্গিকার করেন।