সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য ও গৌরবময় কৃতিত্বের স্বীকৃতি স্বরুপ মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ড-২০২৪ ও সনদপত্র পেয়েছেন তিনি একজন সমাজকর্মী মানবাধিকার কর্মি,আজমনি বহুমুখী স্কুল এন্ড কলেজের অভিবাবক শিক্ষক সমিতি( PTA) এর সভাপতি মৌলভীবাজার জেলার সদর উপজেলার কামালপুর ইউনিয়নের নালীহুরী গ্রামের পল্লী চিকিৎসক মরহুম কাসেম আলী চৌধুরী কৃতি সন্তান সাংবাদিক মো জোসেফ আলী চৌধুরী ।
তিনি বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির মৌলভীবাজার জেলা কমিটির সভাপতি ও জাতীয় দৈনিক বঙ্গবাজার পত্রি্কার সিলেট বিভাগীয় রুরো প্রধান । সার্ক কালচারাল কাউন্সিলের আয়োজনে গত ১৩/১২/২৪ শুক্রবার বিকালে ঢাকার বিশ্বসাহিত্য কেন্দ্রে সাংবাদিকদের কে অ্যাওয়ার্ড ও সনদপত্র প্রদান করা হয়।
অ্যাওয়ার্ড ও সনদ প্রদানের আগে 'শতাব্দীর শ্রেষ্ঠ মহীয়সী নারী মাদার তেরেসার কর্মময় জীবন' সংক্ষিপ্ত আলোচনা সভায় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের সাবেক ডিন প্রফেসর ড. এম. এ. সাত্তারের সভাপতিত্বে ও সাংবাদিক মঞ্জুর হোসেন ঈসার সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন সার্ক কালচারাল কাউন্সিলের সাধারণ সম্পাদক মো. আর. কে. রিপন। এবং
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ধর্ম ও পানি সম্পদ মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী এম নাজিম উদ্দিন আল আজাদ, প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন অর্থ মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব পীরজাদা শহীদুল হারুন, বিষেশ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরে বাংলা গবেষণা পরিষদের উপদেষ্টা মো. মোশাররফ হোসেন ও গীতিকার, সুরকার ও সঙ্গীত শিল্পী মো. মাসুদুর রহমান মিলকী। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন গনমাধ্যমকর্মী।।
এসময় গণমাধ্যমের ভুমিকা নিয়ে বক্তব্য রাখেন বক্তারা তারা বলেন, দেশের সংকটে যখন সাংবাদিকরা বস্তুনিষ্ঠ সংবাদ প্রচারের সাহসি ভুমিকা রাখে তখন প্রকৃত মানুষ মানবিকতার চিত্র ফুটে উঠে। তারা জানান যে মানবতায় উদাহরণ রেখে গেছেন মহিয়সী মাদার তেরেসা তাকে স্বরন করে সমাজের প্রতিটি মানুষকে মানবিক মানুষ হওয়ার চেষ্টা অবিচল রাখা খুব জরুরি।