কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় শহীদ বুদ্ধিজীবী দিবস ২০২৪ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (১৪ ই ডিসেম্বর) সকাল ১১ ঘঠিকা উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা হলরুমে এ দিবস পালন করা হয়।
পাকুন্দিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ বিল্লাল হোসেন সভাপতিত্বে এতে একাডেমি সুপারভাইজার শারফুল ইসলাম উপস্থাপন আলোচনা সভায় বক্তব্য রাখেন,পাকুন্দিয়া উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ মামুন সরকার, পাকুন্দিয়া পৌর সভায় ভারপ্রাপ্ত মেয়র ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল কুদ্দুস, পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সাখাওয়াত হোসেন , উপজেলার মুক্তিযোদ্ধা আব্দুল রাজ্জাক, পাকুন্দিয়া উপজেলা ছাত্রদলের সভাপতি মাজহারুল হক উজ্জ্বল , ।বিভিন্ন মিডিয়ার সাংবাদিকবৃন্দ সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দফতর প্রধান ও ফায়ার সার্ভিস , স্কাউট নেতৃবৃন্দ সহ উপস্থিত ছিলেন।