অথই নূরুল আমিন
কবি কলামিষ্ট ও রাষ্ট্র বিজ্ঞানী।
ছাত্র পাঁচ। সরকার পাঁচ। সমানে সমান
📮( ছাত্রদের পাঁচ)
নিচের ৫ দফা দাবী মেনে নিলেই কেবল শিক্ষার্থীরা সংলাপে বসতে পারে....
১। শেখ হাসিনাকে পদত্যাগ করতে হবে। জাতির কাছে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে।✅
২। স্বরাষ্ট্রমন্ত্রীকে পদত্যাগ করতে হবে।✅
৩। ঢাকাসহ যত জায়গায় ছাত্র শহীদ হয়েছে সেখানকার পুলিশ কমিশনার, ডিআইজি, পুলিশ সুপারদের চাকরি থেকে বরখাস্ত করতে হবে।✅
৪। ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে পদত্যাগ করতে হবে।✅
৫। যে পুলিশ সদস্যরা গুলি করেছে তাদেরকে গ্রেফতার এবং হত্যা মামলা দায়ের করতে হবে।✅
📝(সরকারের পাঁচ )
📩সরকারের কথা হলো সবই হবে তাদের অনেক দাবি আরো নেয়া হবে। তবে আন্দোলনের নামে রাষ্ট্রের যে ক্ষতি হয়েছে। তার ক্ষতিপূরণ দিতে হবে।
📩 শ্লোগানের নামে বেফাঁস বা বেয়াদবি শ্লোগান কেন তার জন্য জবারদিহী করতে হবে। মানে সঠিক ব্যখ্যা দিতে হবে।
📩 ফেসবুক ইউটিউব সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব রটানো এবং রাষ্ট্রের বিভিন্ন সম্মানী লোকদের নিয়ে কটুক্তিতে সম্মান হানীর সম্মান ফিরিয়ে দিতে হবে।
📩 কোটা সংস্কার দাবীর পক্ষে আন্দোলনরত শিক্ষার্থীদের মাঝে চাকরি প্রার্থী কত % তা লিখিত আকারে জানাতে হবে।
📩 ছাত্র হয়ে পিতা তুল্য দেশের বড় বড় পদাধিকারী মহাত্ননদের সাথে বেয়াদবির কি বিচার হতে পারে উপরের পাঁচ দফা দাবি যারা করেছে তাদেরকেই লিখিত ভাবে জানাতে হবে।
পত্র চিহ্নিত পাঁচ দফা দাবী পূরণ করার সঙ্গে সঙ্গে সরকার আলোচনায় বসবে।
তোমাদের পাঁচ দফা রাষ্ট্রের পাঁচ দফা। জনগণ বিচারক।
অথই নূরুল আমিন
কবি কলামিষ্ট ও রাষ্ট্র বিজ্ঞানী।