1. admin@alokitoshomachar.com : sh@admin :
বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ০৩:৪০ অপরাহ্ন
শিরোনাম:
ডিমলায় সাবেক সাংসদ তুহিনের মুক্তির দাবিতে বিক্ষোভ দুই মামলায় আত্মসমর্পণ করলেন তারেক রহমানের খালাতো ভাই তুহিন কিশোরগঞ্জ সদর সাব-রেজিস্ট্রি অফিসে গত ২ দিন যাবত বন্ধ রয়েছে দলিল রেজিস্ট্রির কার্যক্রম নান্দাইলে পারিবারিক পুষ্টি বাগান প্রদর্শনীর উপকরণ বিতরণ   সরকারি অর্থায়নে ৬ লেনের রাস্তা ও চীন সরকারের অর্থায়নে ১টি বিশেষায়িত হাসপাতাল নির্মাণের দাবি বরিশালবাসীর কিশোরগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ে স্মারকলিপি প্রদান করে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম কিশোরগঞ্জ জেলা শাখা ডিমলায় ড্রেন নির্মাণকে কেন্দ্র করে নিহত-১  এবার জ্বালানি উপদেষ্টার পিএসকে অব্যাহতি পবিত্র হজযাত্রীদের সেবা সহজীকরণের জন্য মোবাইল অ্যাপ ‘লাব্বাইক’ উদ্বোধন করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস আল্লাহ্ কে, আপনি কি তাঁর পরিচয় জানেন

দানাপাটুলী ইউনিয়নে মাদক ব্যবসায়ী ও জুয়ারীদের বিরুদ্ধে বিট-পুলিশিং প্রতিরোধ সভা অনুষ্ঠিত 

  • প্রকাশিত: বুধবার, ১২ মার্চ, ২০২৫
  • ১২৫ বার শেয়ার করা হয়েছে।

মোঃ সোহেল মিয়া 

মাদক,ব্যবসায়ী ও জুয়ারীদের বিরুদ্ধে কিশোরগঞ্জ সদর উপজেলা ১১ নং দানাপাটুলী ইউনিয়ন পুলিশিং কমিটির উদ্যোগে প্রতিরোধ সভা অনুষ্ঠিত।

(১২ ই মার্চ) বুধবার দুপুরে আমির উদ্দিন উচ্চ বিদ্যালয়ের মাঠ, মাঠেরবাজার এলাকায় দানাপাটুলী ইউনিয়ন পরিষদের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়েছে।

১১নং দানাপাটুলী ইউনিয়ন বিএনপির সভাপতি রাসেল মাহমুদের সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মনতোষ বিশ্বাস,অনুষ্ঠানে বলেন বিট পুলিশিং কার্যক্রম নিয়ে সমাজের সর্বস্তরের মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যাচ্ছে।

সর্বস্তরের মানুষের সার্বিক সহযোগিতায় সব ধরনের অপরাধ প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বিট পুলিশিং কার্যক্রম।পুলিশি সেবা আরও গতিশীল ও কার্যকরের লক্ষ্যে জঙ্গি ও সন্ত্রাসী কার্যক্রমসহ কমিউনিটি পুলিশের ন্যায় বিট পুলিশিংয়ের ফলে এলাকার অপরাধী এবং অপরাধের প্রকৃতি সম্পর্কে দ্রুত বিস্তারিত জানা যাবে। পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের সঙ্গে পুলিশের বন্ধুত্বপূর্ণ মনোভাব সৃষ্টি হবে। পুলিশের জন্য এলাকায়  ভিন্ন বিষয়ে তথ্য জানাসহ অপরাধ দমন ও সহজে রহস্য উৎঘাটন করা যাবে।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ সদর মডেল থানার অফিসার্স ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ্ আল মামুন, বলেন মাদক ব্যবসায়ী ও জুয়ারীদের বিরুদ্ধে কোন আপোষ নেই। থানা পুলিশ জনগণের পাশে আছে। যে কোন প্রয়োজনে বা যে কোন মাদক ব্যবসায়ীদের তথ্য সরাসরি আমাকে জানালে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করা হবে। মাদকের বিরুদ্ধে কাজ করতে সকলের সহযোগিতা কামনা করছি

দানাপাটুলী ইউনিয়নের চেয়ারম্যান আমির হোসেন, সাবেক সদর উপজেলার বিএমপির যুগ্মযুগ্ম আহবায়ক লুৎফর রহমান তালুকদার

দানাপাটুলী ইউনিয়ন যুবদলের আহ্বায়ক, শাহজাহান সানাউল্লাহ, দানাপাটুলী ইউনিয়ন বিএনপির, কিশোরগঞ্জ সদর উপজেলা গণঅধিকার পরিষদের সদস্য সচিব আল মোহাম্মদ মোস্তফা প্রমুখ

মাদক ব্যবসায়ী ও জুয়ারীদের প্রতি হুশিয়ারি উচ্চারণ করে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে দানাপাটুলী ইউনিয়নে মাদক বেচাকেনা চলছে। জুয়ারীদের আনাগোনা বাড়ছে। বিশেষ করে রাত গভীর হলে মোটরসাইকেলে মাদক কারবারিরা এসব গ্রামে এসে বেচাকেনা শুরু করে। তাদের যন্ত্রণায় নারী, শিশু-কিশোরসহ সবাই অতিষ্ঠ। তাদের মাদক ব্যবসা কোনোভাবেই প্রতিহত করা যাচ্ছে না। গ্রামের প্রায় প্রতিটি পরিবারের কিশোর, তরুণ, যুবকরা ক্রমেই মাদকের দিকে ঝুঁকে পড়ছে।

মাদক সরবরাহের সঙ্গে জড়িতদের এবং যারা মাদক গ্রহণ করে তাদের চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের মাধ্যমে মাদক নির্মূল করতে এলাকাবাসী মতামত প্রদান করেন। মাদক নির্মূলে সবাই প্রতিশ্রুতিবদ্ধ হয়। মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার জন্য প্রতিজ্ঞাবদ্ধ হয়। মাদকের বিরুদ্ধে ব্যাপক সামাজিক আন্দোলনেরর অংশ হিসেবে অভিভাবকদের নিয়ে বিভিন্ন পর্যায়ের মাদকের ক্ষতিকারক দিকগুলো আলোচনা করা হয়। মাদকের বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধি করতে মাদকের শারীরিক ও মানসিক প্রভাব সম্পর্কে তথ্যসমূহ সহজভাবে মানুষের কাছে আগামীতে পৌঁছে দেয়ার প্রস্তুতি গ্রহণ করা হয়।

এছাড়া উক্ত সভায় স্থানীয় জনপ্রতিনিধি, স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষার্থীগণ ও গণ্যমান্যব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আপডেট সংবাদ পেতে আলোকিত সমাচার পড়ুন, সংবাদটি শেয়ার করে সাথে থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি