1. admin@alokitoshomachar.com : sh@admin :
বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ০৩:২৬ অপরাহ্ন
শিরোনাম:
ডিমলায় সাবেক সাংসদ তুহিনের মুক্তির দাবিতে বিক্ষোভ দুই মামলায় আত্মসমর্পণ করলেন তারেক রহমানের খালাতো ভাই তুহিন কিশোরগঞ্জ সদর সাব-রেজিস্ট্রি অফিসে গত ২ দিন যাবত বন্ধ রয়েছে দলিল রেজিস্ট্রির কার্যক্রম নান্দাইলে পারিবারিক পুষ্টি বাগান প্রদর্শনীর উপকরণ বিতরণ   সরকারি অর্থায়নে ৬ লেনের রাস্তা ও চীন সরকারের অর্থায়নে ১টি বিশেষায়িত হাসপাতাল নির্মাণের দাবি বরিশালবাসীর কিশোরগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ে স্মারকলিপি প্রদান করে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম কিশোরগঞ্জ জেলা শাখা ডিমলায় ড্রেন নির্মাণকে কেন্দ্র করে নিহত-১  এবার জ্বালানি উপদেষ্টার পিএসকে অব্যাহতি পবিত্র হজযাত্রীদের সেবা সহজীকরণের জন্য মোবাইল অ্যাপ ‘লাব্বাইক’ উদ্বোধন করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস আল্লাহ্ কে, আপনি কি তাঁর পরিচয় জানেন

নান্দাইলে সরকারি সেচ মেশিন বিক্রি করায় ৪০ একর বোরো আবাদ শঙ্কায় মাঠ ফেটে চৌচির

  • প্রকাশিত: সোমবার, ৩ মার্চ, ২০২৫
  • ১৩৩ বার শেয়ার করা হয়েছে।

মোঃ শাহজাহান ফকির স্টাফ রিপোটার:

[ বিক্রির কথা জানেনা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ]

ময়মনসিংহের নান্দাইলে বিআরডিবি’র আওতায়ভূক্ত সরকারি সেচ মেশিন তথা ডীপটিউবওয়েল কর্তৃপক্ষকে না জানিয়ে বিক্রি করে দিলেন সেচ মেশিনের ম্যানেজার আবু সাঈদ। পানি না উঠার কথা বলে ১ লাখ ১৬ হাজার টাকায় সরকারের মূল্যবান ডীপটিউবওয়েলের মোটর ও পাইপ তুলে অন্যত্র বিক্রি করে দিয়েছেন তিনি। এতে করে চলতি মৌসুমে পানির অভাবে প্রায় ৪০ একর জমিতে রূপনকৃত বোরো আবাদ নষ্ট হয়ে যাচ্ছে। ফলে কৃষকরা কোন উপায় না পেয়ে দিশেহারাগ্রস্থ হয়ে পড়েছে। এমন ঘটনাটি ঘটেছে নান্দাইল উপজেলার শেরপুর ইউনিয়নের দক্ষিণ পাচঁরুখী গ্রামের একটি সেচেঁর স্কীমে। জানাগেছে, ১৯৮২ সনের পূর্বে স্থাপিত বিআরডিবি’র আওতায় সরকারি গভীর নলকুপটি পরিচালনা করে আসছেন দক্ষিণ পাচঁরুখী গ্রামের মৃত আ: জব্বারের পুত্র আবু সাঈদ (৬০)। বর্তমানে অত্র সেচ মেশিনের ম্যানেজার হিসাবে দায়িত্বে রয়েছেন। কিন্তু গত দুই সপ্তাহ পূর্বে বিআরডিবি কর্তৃপক্ষকে না জানিয়ে বা কোন অনুমোদন না নিয়ে টাকার বিনিময়ে সেচ মেশিন অন্যত্র বিক্রি করে দিয়েছেন। সরকারি সেচ মেশিনের মোটর ও পাইপ তুলে নেওয়ার সময় স্থানীয় কৃষকরা তাকে জিজ্ঞাসাবাদ করলে মেশিনে পানি উঠছে না বলে তা সংস্কার করা হচ্ছে বলে জানান। তবে এর কয়েকদিন পরেই নামমাত্র একটি জলমোটর ফেলে তা দিয়ে পানি উঠিয়ে কৃষকের মাঠে পানি সরবরাহ করলেও তাও অজ্ঞাত কারনেই উঠিয়ে নিয়ে গেছেন তিনি। এতে স্থানীয় কৃষকরা তাদের বোরো আবাদ নিয়ে শঙ্কায় ভোগছেন। সরজমিন গিয়ে দেখাগেছে, গভীর নলকূপের আশপাশ বোরো ক্ষেতের মাঠ ফেটে চৌচির হয়েগেছে, আবার কোথাও পানির অভাবে ধানের চারাগাছগুলোর পাতার রং লালচে হয়ে যাচ্ছে। সঠিক সময়ে ক্ষেতে পানি দিতে না পারলে ক্ষতিগ্রস্থ হবে কৃষকরা। এ বিষয়ে স্থানীয় কৃষক শহিদ মিয়া, শাহেদ আলী,আ:রাশিদ, শাকিল মিয়া সহ আরও অনেক কৃষকরা জানান, ফসল উৎপাদন করাই আমাদের একমাত্র জীবিকার উৎস্য। সেচ মেশিনের ম্যানেজার আবু সাঈদ তাঁর ইচ্ছামত কার্যক্রম চালিয়ে গেলেও প্রভাবশালী হওয়ায় তাঁর ভয়ে কেউ মুখ খুলতে চায় না। এখন আমাদের বোরো ফসল কিভাবে রক্ষা করবো, এজন্য সরকারের পক্ষ থেকে দ্রুত পদক্ষেপ প্রয়োজন। এ বিষয়ে উক্ত সেচ মেশিনের ম্যানেজার আবু সাঈদ কোন অনুমোদন ছাড়াই বিক্রির বিষয়ে সত্যতা স্বীকার করে বলেন, আমি বিক্রি করতে চাই না, আমাকে সকলে জোর করে চাপ দিয়েছে বলে বিক্রি করে দিয়েছি। বর্তমানে আমার ভাতিজা আরিফ শেয়ারে থেকে জলমোটর দিয়ে সেচ কার্যক্রম চালানোর চেষ্টা করছে। আর আরিফ জোরপূর্বকভাবে তা বিক্রি করেছে। তবে মেশিন আপনার নামে, আরিফ কিভাবে বিক্রি করলো? এ ব্যাপারে আবু সাইদ আর কিছুই বলতে নারাজ। নান্দাইল উপজেলা বিআরডিবি কর্মকর্তা আশরাফুল আকন্দ বলেন, আমি তো জানুয়ারি মাসে অন্যত্র বদলী হয়ে গেছি। এছাড়া বিষয়টি আমার জানা নেই। এ বিষয়ে নান্দাইল উপজেলা সেচ কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার সারমিনা সাত্তার বলেন, এ বিষয়ে কৃষকদের পক্ষ থেকে একটি লিখিত অভিযোগ দিতে বলেন, সরজমিন তদন্তসাপেক্ষ দ্রুতই ব্যবস্থা গ্রহন করা হবে।

০১৯৪৪৪২৪০১০

আপডেট সংবাদ পেতে আলোকিত সমাচার পড়ুন, সংবাদটি শেয়ার করে সাথে থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি