1. admin@alokitoshomachar.com : sh@admin :
বৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ০৬:৪০ পূর্বাহ্ন
শিরোনাম:
ভাল কিছু করতে গেলেই হয়রানি করা হয়: সেলিম প্রধান ডিমলায় সাবেক সাংসদ তুহিনের মুক্তির দাবিতে সেচ্ছাসেবক দলের বিক্ষোভ সমাবেশ কিশোরগঞ্জ শ্রমিক অধিকার পরিষদের আনন্দ র‌্যালী  এডিবির ফসিল ফুয়েল বিনিয়োগের বিরুদ্ধে ময়মনসিংহে নাগরিক প্রতিবাদ পাকুন্দিয়ায় প্রশিক্ষণ সুদমুক্ত ঋণ বিতরণ ময়মনসিংহে নবায়নযোগ্য শক্তির নীতিমালা সংস্কারের দাবীতে মানববন্ধন ডিমলায় সাবেক সাংসদ তুহিনের মুক্তির দাবিতে বিক্ষোভ দুই মামলায় আত্মসমর্পণ করলেন তারেক রহমানের খালাতো ভাই তুহিন কিশোরগঞ্জ সদর সাব-রেজিস্ট্রি অফিসে গত ২ দিন যাবত বন্ধ রয়েছে দলিল রেজিস্ট্রির কার্যক্রম নান্দাইলে পারিবারিক পুষ্টি বাগান প্রদর্শনীর উপকরণ বিতরণ  

পাকুন্দিয়ায় দেবরদের বিরুদ্ধে প্রবাসীর স্ত্রীর সংবাদ সম্মেলন।

  • প্রকাশিত: শনিবার, ১১ জানুয়ারী, ২০২৫
  • ১৭৯ বার শেয়ার করা হয়েছে।

আবু হানিফ,পাকুন্দিয়া(কিশোরগঞ্জ)প্রতিনিধি:

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় দেবরদের বিরুদ্ধে অত্যাচার-নির্যাতন ও বাড়ি থেকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন রাবেয়া খাতুন নামের এক নারী। শনিবার সকালে পৌর শহরের বেসরকারি বিদ্যালয়ের একটি শ্রেণিকক্ষে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

ওই নারী উপজেলার চন্ডিপাশা ইউনিয়নের শৈলজানী গ্রামের দুবাই প্রবাসী মজনু মিয়ার স্ত্রী। সংবাদ সম্মেলনে তাদের দুই মেয়ে ও এক ছেলে সন্তান উপস্থিত ছিলেন।

লিখিত বক্তব্য পাঠ করে রাবেয়া খাতুন জানান, দীর্ঘদিন ধরে স্বামী প্রবাসে থাকায় দেবর বজলু মিয়া, রঞ্জু মিয়া ও আল-আমিন তাকে ও তার পরিবারকে নানাভাবে অত্যাচার-নির্যাতন করে আসছে। এমনকি মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে। গত ৯জানুয়ারি তিনি তার বড় মেয়েকে নিয়ে কিশোরগঞ্জ আদালতে হাজিরা দিতে যান। এসময় বাড়িতে থাকা তার ছোট মেয়ে ও ছেলেকে বাইরে থেকে তালা মেরে ঘরে অবরুদ্ধ করে রাখেন অভিযুক্ত দেবররা। পরে পুলিশের সহযোগিতায় তাদের উদ্ধার করেন। একই দিন বিকেলে ওই নারী তার ছেলে-মেয়েদের নিয়ে পাকুন্দিয়া আসলে অভিযুক্তরা তাদের বাড়ির তালা ভেঙে স্বর্ণালংকার, টাকা-পয়সাসহ যাবতীয় কাগজপত্র নিয়ে নতুন তালা লাগিয়ে দেন। অভিযুক্তদের হুমকি-ধামকিতে এবং নিরাপত্তাহীনতায় ওই নারী স্বামীর বাড়িতে যেতে পারছেন না বলে অভিযোগ করেন।

তিনি আরও বলেন, তার বড় মেয়ে আসন্ন এসএসসি পরীক্ষার্থী। এই সময়ে বাড়িতে যেতে না পারায় মেয়ের পড়ালেখা বিঘিœত হচ্ছে। প্রশাসনের কাছে আমি নিরাপত্তা চাই। যেন নিরাপদে স্বামীর বাড়িতে বসবাস করতে পারি।

তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্তরা। তারা দাবি করছেন, সেখানে প্রবাসী ও তার স্ত্রীর কোনো জমি নেই। এ ব্যাপারে পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.সাখাওয়াৎ হোসেন বলেন, ‘তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে’।

আপডেট সংবাদ পেতে আলোকিত সমাচার পড়ুন, সংবাদটি শেয়ার করে সাথে থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি