1. admin@alokitoshomachar.com : sh@admin :
বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ০৯:৫৩ অপরাহ্ন
শিরোনাম:
ডিমলায় সাবেক সাংসদ তুহিনের মুক্তির দাবিতে সেচ্ছাসেবক দলের বিক্ষোভ সমাবেশ কিশোরগঞ্জ শ্রমিক অধিকার পরিষদের আনন্দ র‌্যালী  এডিবির ফসিল ফুয়েল বিনিয়োগের বিরুদ্ধে ময়মনসিংহে নাগরিক প্রতিবাদ পাকুন্দিয়ায় প্রশিক্ষণ সুদমুক্ত ঋণ বিতরণ ময়মনসিংহে নবায়নযোগ্য শক্তির নীতিমালা সংস্কারের দাবীতে মানববন্ধন ডিমলায় সাবেক সাংসদ তুহিনের মুক্তির দাবিতে বিক্ষোভ দুই মামলায় আত্মসমর্পণ করলেন তারেক রহমানের খালাতো ভাই তুহিন কিশোরগঞ্জ সদর সাব-রেজিস্ট্রি অফিসে গত ২ দিন যাবত বন্ধ রয়েছে দলিল রেজিস্ট্রির কার্যক্রম নান্দাইলে পারিবারিক পুষ্টি বাগান প্রদর্শনীর উপকরণ বিতরণ   সরকারি অর্থায়নে ৬ লেনের রাস্তা ও চীন সরকারের অর্থায়নে ১টি বিশেষায়িত হাসপাতাল নির্মাণের দাবি বরিশালবাসীর

কটিয়াদী উপজেলার চাতল জিদনী হত্যার অভিযোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

  • প্রকাশিত: সোমবার, ২ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৬৩ বার শেয়ার করা হয়েছে।

মোঃ ওয়াহিদ (কটিয়াদী) প্রতিনিধি

ঢাকা রাজধানী লালবাগ জিদনী আক্তার (১০) নামের এক শিশু গৃহপরিচারিকাকে হত্যার অভিযোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ০২ ডিসেম্বর ২০২৪ রোজ সোমবার সকাল ১১ ঘটিকায় এ সময় উপস্থিত ছিলেন। মোঃ আলাউদ্দীন সাবেরী চেয়ারম্যান ৫ নং মুমুরদিয়া ইউনিয়ন পরিষদ

মোঃ শাহাবুদ্দিন মেম্বার ৬নং ওয়ার্ড মুমুরদিয়া,মোঃ মুজিবুর রহমান (টিপু) ৫নং ওয়ার্ড,

হেমায়েত উল্লাহ অধক্ষ্য চাতল বাগহাটা স্কুল এন্ড কলেজ,মোঃ :ইব্রাহিম খান, হানিফ ,শেখ,কলিমউদ্দিন, মোঃ আনার মিয়া, অনিক,মোস্তাফিজ, টিটু, রুহল আমিন,জুয়েল।

মানবন্ধন পরিচালনায়: করেন মহিউদ্দিন , চাতল বাগহাটা স্কুল এন্ড কলেজ।আরো উপস্থিত ছিলেন চাতল বাগহাটা স্কুল এন্ড কলেজের সাধারণ , ছাত্র ছাত্রীরা এবং বিভিন্ন পেশার মানুষ

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার মুমুরদিয়া ইউনিয়নের পূর্ব চাতল গ্রামের অসহায় দরিদ্র শরিফ মিয়ার মেয়ে।

কিশোরগঞ্জের চাতল গ্রামের মোসাম্মত আসমা আক্তারের বাসায় গৃহকর্মী হিসেবে কাজ করত এবং বাসার নং ( ২২৮) লালবাগ রোড ছোট ভাট মসজিদ ঢাকা। (১২১১)

জিদনী বাবা-জানায়, ২০০৩ সালে আজিমপুর লালবাগ রোড ছোট ভাট মসজিদ এলাকার মোঃ জামান ও আসমা আক্তার দম্পতির বাসায় কাজের জন্য জিদনী আক্তারকে দেয়া হয়। এবং দূর সম্পর্কে আমার আত্মীয় হন আসমা এবং আমরা একই গ্রামের বাসিন্দা আমার মেয়ে জিদনি আক্তার কে আসমার

বাসায় গৃহকর্মী হিসেবে কাজ করতে দিয়েছিলাম জিদনী। বিভিন্ন সময় আমাদের পরিবারের সাথে কথা বলতে চাইলেও জিদনী কে কথা বলতে দেওয়া হতো না। জিদনী আক্তারের পরিবার জানায়, বৃহস্পতিবার দিবাগত রাত ১২,৩০ মিনিট সময একটি এম্বুলেন্সে করে জিদনীর মরদেহ নিয়ে পূর্ব চাতল গ্রামের বাড়িতে আসেন তিনজন লোক। এদের মধ্যে একজন ছিলেন আসমা আক্তারের সহোদর ভাই৷ এসময় তারা জানান, অতিরিক্ত পাতলা পায়খানা ও বমির কারণে জিদনীর মৃত্যু হয়েছে। পরে অ্যাম্বুলেন্স থেকে মরদেহ নামিয়ে পরিবারের লোকজন জিদনীর গায়ে বিভিন্ন আঘাতের চিহ্ন দেখতে পায়। এ সময় মরদেহ নিয়ে আসা দুইজন পালিয়ে যায়। অপর ব্যক্তি আসমা আক্তারের ভাই মুজাহিদকে আটক করেন স্থানীয় লোকজন। পরে কটিয়াদী মডেল থানার এসআই মোঃ মহসীন ও আরো পুলিশ সদস্যসের হাতে তুলে দেয়। এবং জিদনী আক্তার কে ময়নাতদন্তের জন্য মরদেহ কিশোরগঞ্জ ২৫০ শয্যা হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

জিদনি আক্তারের সুরত হাল দেখে জিদনীর চাচা মোঃ মাহফুজ বাদী হয়ে লালবাগ থানায় ২৭ আগস্ট ২০২৪ তারিখে সাতজন কে উল্লেখিত করে একটি মামলা দায়ের করেন

এবং জিদনী হত্যার অভিযোগে এ সময় মানববন্ধনে বক্তব্য রাখেন মোঃ আলাউদ্দীন সাবেরী চেয়ারম্যান আসামিদেরকে দ্রুত আইনের আওতায় আনা হোক

আপডেট সংবাদ পেতে আলোকিত সমাচার পড়ুন, সংবাদটি শেয়ার করে সাথে থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি