1. admin@alokitoshomachar.com : sh@admin :
বৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ০৮:১৪ পূর্বাহ্ন
শিরোনাম:
ভাল কিছু করতে গেলেই হয়রানি করা হয়: সেলিম প্রধান ডিমলায় সাবেক সাংসদ তুহিনের মুক্তির দাবিতে সেচ্ছাসেবক দলের বিক্ষোভ সমাবেশ কিশোরগঞ্জ শ্রমিক অধিকার পরিষদের আনন্দ র‌্যালী  এডিবির ফসিল ফুয়েল বিনিয়োগের বিরুদ্ধে ময়মনসিংহে নাগরিক প্রতিবাদ পাকুন্দিয়ায় প্রশিক্ষণ সুদমুক্ত ঋণ বিতরণ ময়মনসিংহে নবায়নযোগ্য শক্তির নীতিমালা সংস্কারের দাবীতে মানববন্ধন ডিমলায় সাবেক সাংসদ তুহিনের মুক্তির দাবিতে বিক্ষোভ দুই মামলায় আত্মসমর্পণ করলেন তারেক রহমানের খালাতো ভাই তুহিন কিশোরগঞ্জ সদর সাব-রেজিস্ট্রি অফিসে গত ২ দিন যাবত বন্ধ রয়েছে দলিল রেজিস্ট্রির কার্যক্রম নান্দাইলে পারিবারিক পুষ্টি বাগান প্রদর্শনীর উপকরণ বিতরণ  

কিশোরগঞ্জ সৈয়দ নজরুল মেডিকেল কলেজ হাসপাতাল নার্স থাকেন বিদেশে, চাকরি বহাল দেশে বেতন তুলেন মাস শেষে।

  • প্রকাশিত: শনিবার, ৩১ আগস্ট, ২০২৪
  • ২৫১ বার শেয়ার করা হয়েছে।

মোঃ মিজানুর রহমান (কিশোরগঞ্জ)

কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের এক নার্স ছুটি না নিয়ে বিদেশ চলে গেছেন। মাসের পর মাস ধরে হাসপাতালে অনুপস্থি’ত। তার হাজিরা খাতায় উপস্থিতি ও নেই।

এরপরও তার চাকরি বহাল ও বেতন চালু রয়েছে। নিয়ম অনুযায়ী কোন কর্মদিবসে অনুপস্থিত থাকলেই ব্যবস্থা গ্রহণের কথা কর্তৃপক্ষের। কিন্তু মাসের পর মাস তারা কর্মস্থলে না এলেও রহস্যজনক কারণে তার চাকরী বহাল এবং বেতন চালু রেখেছেন মেডিকেল কলেজ হাসপাতালের কর্তৃপক্ষ। কর্মস্থলে হাজির না হলেও চাকরিতেও বেতন ভোগ করা নার্স হলেন রুবিয়া আক্তার (সিনিয়র স্টাফ নার্স), যার ইউনিক আইডি ২০২০০৫৪২৪৮১।

হাসপাতালে অনুসন্ধানে দেখা গেছে, গত এক বছরেরও অধিক সময় ধরে তিনি বিনা অনুমুতিতে কর্মস্থলে লাগাতার অনুপস্থি’ত রয়েছেন। পারিবারিক দিক দিয়ে খবর নিয়ে জানা গেছে তিনি বিদেশ চলে গেছেন। তবে গোপন সূত্রে জানা যায়, প্রতি মাসের বেতন-ভাতার টাকা তার এ্যাকাউন্ট থেকে ঠিকই তুলেছেন তিনি।

নাম প্রকাশ না করার শর্তে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালের সংশ্লিষ্ট এক ব্যক্তি জানান, রুবিয়া আক্তার ছুটি নিয়ে যাননি। কিন্তু গত এক বছর ধরে কর্মস্থলে আসেননি। কেন আসেন না জানি না। তবে খাতায় তো অনুপস্থি’ত দেখানো হয়। তারপরও কিভাবে সে বেতনভাতা উত্তোলন করেন আমার জানা নেই।

কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম হাসপাতাল কলেজের নার্সিং সুপারিনটেনডেন্ট ফারজানা আহমেদ বলেন, আমার জানা মতে সে গত এক বছর ধরেই অনুপস্থি’ত রয়েছেন। তবে কোথায় আছেন আমার জানা নেই। তবে তিনি আরও জানান যে, এ ব্যাপারে হাসপাতাল কর্তৃপক্ষকে জানানো হয়েছে। তবে অন্য একটি সূত্র জানায় এখনো নার্সিং ডিজি মহোদয়কে এ ব্যাপারে হাসপাতাল কর্তৃপক্ষ জানানোর কোন উদ্দ্যোগ নেননি।

কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মো. হেলাল উদ্দিন বলেন, কারো অনুপস্থি’তিতে বেতন হওয়ার কথা নয়। তারপরও তারা যদি বেতন তুলে থাকেন তাহলে ক্ষমতার অপব্যবহার। তাদের বিরুদ্ধে সুস্পষ্ট অভিযোগ পেলে বিষয়টি খতিয়ে দেখবো। তিনি আরো বলেন, কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজে ৩৩৩ জন নার্স রয়েছেন। প্রত্যেকের খবর নেয়া তো সম্ভব নয়।

এদিকে কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজে হাসপাতালে কর্মরত তার সহকর্মীরা জানান, সে বিদেশে অবস্থান করছেন। গত এক বছরেরও অধিক সময় ধরে আমরা তাকে হাসপাতালে দেখি নাই।

আপডেট সংবাদ পেতে আলোকিত সমাচার পড়ুন, সংবাদটি শেয়ার করে সাথে থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি