1. admin@alokitoshomachar.com : sh@admin :
বৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ০২:৫৩ অপরাহ্ন
শিরোনাম:
ভাল কিছু করতে গেলেই হয়রানি করা হয়: সেলিম প্রধান ডিমলায় সাবেক সাংসদ তুহিনের মুক্তির দাবিতে সেচ্ছাসেবক দলের বিক্ষোভ সমাবেশ কিশোরগঞ্জ শ্রমিক অধিকার পরিষদের আনন্দ র‌্যালী  এডিবির ফসিল ফুয়েল বিনিয়োগের বিরুদ্ধে ময়মনসিংহে নাগরিক প্রতিবাদ পাকুন্দিয়ায় প্রশিক্ষণ সুদমুক্ত ঋণ বিতরণ ময়মনসিংহে নবায়নযোগ্য শক্তির নীতিমালা সংস্কারের দাবীতে মানববন্ধন ডিমলায় সাবেক সাংসদ তুহিনের মুক্তির দাবিতে বিক্ষোভ দুই মামলায় আত্মসমর্পণ করলেন তারেক রহমানের খালাতো ভাই তুহিন কিশোরগঞ্জ সদর সাব-রেজিস্ট্রি অফিসে গত ২ দিন যাবত বন্ধ রয়েছে দলিল রেজিস্ট্রির কার্যক্রম নান্দাইলে পারিবারিক পুষ্টি বাগান প্রদর্শনীর উপকরণ বিতরণ  

সোনারগাঁয়ে আবারও ব্যবসায়ীর বাড়িতে হামলা ভাঙচুর

  • প্রকাশিত: মঙ্গলবার, ২০ আগস্ট, ২০২৪
  • ৫৮ বার শেয়ার করা হয়েছে।

মোঃ মানিক (সোনারগাঁ) প্রতিনিধি

সোনারগাঁ, নারায়ণগঞ্জ উপজেলার পিরোজপুর ইউনিয়নের আষাঢ়ীয়ারচর গ্রামে রোববার রাতে আবারও আওয়ামী লীগ সমর্থিত এক ব্যবসায়ীর বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে।

হামলাকারীরা এ সময় ওই ব্যবসায়ীর বাড়ির দরজা-জানালা ও আসবাবপত্র ভাঙচুর করে বিভিন্ন মালামাল লুট করে নিয়ে যায়। এ সময় হামলাকারীরা একটি মোটরসাইকেল ভাঙচুর করে পানিতে ফেলে দেয়। এ নিয়ে আষাঢ়ীয়ারচর গ্রামে কমপক্ষে ২০ জন আওয়ামী লীগ নেতাকর্মীসহ ২৫ বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটল।

যেসব মন্ত্রী এমপিদের সম্পদের অনুসন্ধানে নেমেছে দুদকজানা যায়, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশত্যাগের পর নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা হামলার আতঙ্কে এলাকা ছেড়ে আত্মগোপনে চলে যান। এ সুযোগে বিভিন্ন সময় আওয়ামী লীগ নেতাকর্মীদের শতাধিক বাড়িঘর, ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। উপজেলার সবচেয়ে বেশি ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে পিরোজপুর ইউনিয়নের আষাঢ়ীয়ারচর গ্রামে।

রোববার রাতেও এ গ্রামের আওয়ামী লীগ সমর্থিত ব্যবসায়ী শফিকুল ইসলামের বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। হামলাকারীরা এ সময় ওই ব্যবসায়ীর বাড়ির দরজা-জানালা ও আসবাবপত্র ভেঙে নগদ টাকা-পয়সা ও বিভিন্ন মালামাল লুট করে নিয়ে যায়।

এলাকাবাসীর দাবি, গত ৫ আগস্ট থেকে ১৮ আগস্ট পর্যন্ত আষাঢ়ীয়ারচর গ্রামে কমপক্ষে ২৫টি বাড়িঘরে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। বিএনপির এক প্রভাবশালী নেতার নেতৃত্বে ২০-৩০ জনের একটি সশস্ত্র বাহিনী শ্রমিক লীগ নেতা ও সাবেক ইউপি সদস্য আব্দুল হালিম ও মেহেদী হাসানকে কুপিয়ে আহত করে নগদ টাকা-পয়সাসহ আড়াই লাখ টাকার মালামাল ছিনতাই করে নিয়ে যায়। একই বাহিনী আষাঢ়ীয়ারচর শাহ আলমের হোটেল, সহর আলীর ঔষধের দোকান, জসিম উদ্দিনের দালানের রড ও আসবাবপত্র লুট করে নিয়ে যায়।

এছাড়াও ফজা মিয়ার বাড়িঘর ভাঙচুর ও লুটপাট,আরিফ এর বাড়ি তে ভাংচুর লুটপাট ও নগদ টাকা নিয়ে যায়, শাহজালালের বাড়িঘর ভাংচুর ও লুটপাট, উজ্জ্বল মিয়ার বাড়ির আসবাবপত্র ও গরু লুট, মারফত আলীর বাড়িঘর ভাঙচুর ও লুট করে নিয়ে যায়। একই সময় এই বাহিনীর সদস্যরা মালেক হাজী ও আহসান উল্লাহর দোকানে হামলা, ভাঙচুর ও লুটপাট চালায়। ভাঙচুর ও অগ্নিসংযোগ করে আব্দুস সোবহানের ছেলে রেজেয়ানের মোটরসাইকেলে। হামলাকারীরা এ সময় আবু বক্কর সিদ্দিক মিয়ার ৬টি ড্রামট্রাকের ব্যাটারিসহ ১০টি ব্যাটারি লুট করে নিয়ে যায়। সাবেক মহিলা মেম্বার মমতাজ বেগমের বাড়িঘরে হামলা, ভাঙচুর ও লুটপাট করাসহ কমপক্ষে ২৫টি বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাট চালানো হয়।

বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও সোনারগাঁ উপজেলা বিএনপির সভাপতি আজাহারুল ইসলাম মান্নান জানান, সোনারগাঁয়ে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগসহ নাশকতার কোনো ঘটনায় বিএনপি ও এর অঙ্গসংগঠনের কোনো নেতাকর্মী জড়িত নয়। নাশকতার ঘটনায় যদি বিএনপির কোনো নেতাকর্মীর সম্পৃক্ততার প্রমাণ পাওয়া যায় তাহলে তার বিরুদ্ধে দলীয়ভাবে ব্যবস্থা নেওয়া হবে।

আপডেট সংবাদ পেতে আলোকিত সমাচার পড়ুন, সংবাদটি শেয়ার করে সাথে থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি